রোজার আগেই নির্বাচন,ডিসেম্বরের মধ্যেই সার্বিক প্রস্তুতির নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

- আপডেট সময় : ০৮:৫২:৫৫ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
- / ৪৩ বার পড়া হয়েছে
ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতির নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ড.ইউনুস। আজ এমন সংবাদ কর্মীদের এমন তথ্য দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য আগামী ডিসেম্বরের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সে হিসেবে রোজার আগেই যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তা অনেটাই পরিস্কার।
বুধবার (৯ জুলাই) রাতে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
শফিকুল আলম বলেন, ভোটের আগে যে কোনো ধরনের ভায়োলেন্সকে যেন প্রতিহত করা যায় এবং ভোটের পরেও আইন-শৃঙ্খলার পরিস্থিতি যাতে ঠিক থাকে সেটা নিয়েও যথেষ্ট আলোচনা হয়েছে। নির্বাচনের আগে ডিসি, এসপি, ওসি, ইউএনওদের রদবদল করার কথা বলা হয়েছে। রিশাপলটা কীভাবে করা হবে, এটা একটা র্যান্ডম ওয়েতে করবে।
এদিন তিনি আরও বলেন, মানবতাবিরোধী অপরাধে বিশ্বাসযোগ্যভাবে অভিযুক্ত একজন ব্যক্তিকে আর রক্ষা করার সুযোগ ভারতের নেই।”
তিনি বলেন, “দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকার শেখ হাসিনার প্রত্যার্পণের যে আইনগত অনুরোধ জানিয়ে আসছে, তা মেনে নিতে ভারত অস্বীকার করেছে। এই অবস্থান এখন আর গ্রহণযোগ্য নয়।”
শফিকুল আলম বলেন, “আঞ্চলিক বন্ধুত্ব, কৌশলগত হিসাব কিংবা রাজনৈতিক উত্তরাধিকার—কোনো কিছুই বেসামরিক নাগরিকদের পরিকল্পিত হত্যার অজুহাত হতে পারে না।”
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি জানান, সম্প্রতি বিবিসির ইনভেস্টিগেশন ইউনিট ‘বিবিসি আই’ একটি অনুসন্ধান প্রতিবেদনে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রীয় মদদে সহিংসতার সঙ্গে জড়িত থাকার প্রমাণ উপস্থাপন করেছে।