ঢাকা ১০:১৬ অপরাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নির্ঘুম রাতের পর সকালেই ভুটানের বিমানে ঋতুপর্ণা-মনিকারা

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৩১:২১ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / ৪০ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিয়ানমার জয় করে এসেছিলেন ঋতুপর্ণা-মনিকারা। এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের টিকিট নিয়ে এসেছেন সেখান থেকে। স্বাগতিক মিয়ানমারেকে যেদিন ২-১ গোলে হারিয়েছিলেন নারী ফুটবলাররা,সেদিনেই নিশ্চিত হয়ে বাংলাদেশের এশিয়ান কাপ খেলা। সে পর্ব শেষ করে গভীর রাতে দেশে ফিরেছিলেন। ফিরেই পেলেন সংবর্ধনা। তাদের বরণ করার জন্য রাতের হাতির ঝিল ছিলো প্রস্তুত। রঙিন আলোয় ঝলমল করছিলো পুরো এলাকা জুড়ে। সেই সংবর্ধনা শেষ হতে না হতেই রাত শেষ। বাকি কিছুটা সময় ঋতুপর্নাদের যে ঘুমটা ঠিক করে হয়নি, সেটা অনেকটা পরিস্কার। তবে তাতে কোন দু:খ্য নেই। দেশের জন্য বিশাল অর্জন এনছেন তারা এর চেয়ে আর বড় কি হতে পারে!

এই দখল শেষ না হতেই ঋতুপর্ণা আর মনিকারা সাত সকালে ছুটে গেলেন বিমান বন্দরে। লক্ষ্য, ভুটানের বিমান ধরা। ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা, এ দুইজনসহ বাংলাদেশের চার নারী ফুটবলার খেলছেন ভুটানের ঘরোয়া লিগে পারো এফসিতে।

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন তারা। পারো এফসিতে খেলা বাংলাদেশের অন্য দুই ফুটবলার হচ্ছেন-সাবিনা খাতুন ও মাতসুশিমা সুমাইয়া।

বাংলাদেশের মোট ১০ ফুটবলার খেলছেন ভুটানের ৩ ক্লাবে। ট্রান্সপোর্ট ইউনাইটেডে মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার , রূপনা চাকমা এবং থিম্পু সিটি এফসিতে খেলছেন সানজিদা আক্তার, মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়র।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নির্ঘুম রাতের পর সকালেই ভুটানের বিমানে ঋতুপর্ণা-মনিকারা

আপডেট সময় : ০৬:৩১:২১ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫

মিয়ানমার জয় করে এসেছিলেন ঋতুপর্ণা-মনিকারা। এশিয়ান কাপের চূড়ান্ত পর্বের টিকিট নিয়ে এসেছেন সেখান থেকে। স্বাগতিক মিয়ানমারেকে যেদিন ২-১ গোলে হারিয়েছিলেন নারী ফুটবলাররা,সেদিনেই নিশ্চিত হয়ে বাংলাদেশের এশিয়ান কাপ খেলা। সে পর্ব শেষ করে গভীর রাতে দেশে ফিরেছিলেন। ফিরেই পেলেন সংবর্ধনা। তাদের বরণ করার জন্য রাতের হাতির ঝিল ছিলো প্রস্তুত। রঙিন আলোয় ঝলমল করছিলো পুরো এলাকা জুড়ে। সেই সংবর্ধনা শেষ হতে না হতেই রাত শেষ। বাকি কিছুটা সময় ঋতুপর্নাদের যে ঘুমটা ঠিক করে হয়নি, সেটা অনেকটা পরিস্কার। তবে তাতে কোন দু:খ্য নেই। দেশের জন্য বিশাল অর্জন এনছেন তারা এর চেয়ে আর বড় কি হতে পারে!

এই দখল শেষ না হতেই ঋতুপর্ণা আর মনিকারা সাত সকালে ছুটে গেলেন বিমান বন্দরে। লক্ষ্য, ভুটানের বিমান ধরা। ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমা, এ দুইজনসহ বাংলাদেশের চার নারী ফুটবলার খেলছেন ভুটানের ঘরোয়া লিগে পারো এফসিতে।

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন তারা। পারো এফসিতে খেলা বাংলাদেশের অন্য দুই ফুটবলার হচ্ছেন-সাবিনা খাতুন ও মাতসুশিমা সুমাইয়া।

বাংলাদেশের মোট ১০ ফুটবলার খেলছেন ভুটানের ৩ ক্লাবে। ট্রান্সপোর্ট ইউনাইটেডে মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার , রূপনা চাকমা এবং থিম্পু সিটি এফসিতে খেলছেন সানজিদা আক্তার, মারিয়া মান্দা ও শামসুন্নাহার সিনিয়র।