Techno Spark 40 Pro: বাজেটের মধ্যে প্রিমিয়াম অভিজ্ঞতা

- আপডেট সময় : ০৯:০৯:২৬ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
- / ৫৪ বার পড়া হয়েছে
টেকনো মোবাইল সম্প্রতি বাজারে নিয়ে এসেছে তাদের নতুন স্মার্টফোন Spark 40 Pro, যা বাজেট ফোনের জগতে উল্লেখযোগ্য এক সংযোজন হিসেবে ইতিমধ্যেই প্রযুক্তিপ্রেমীদের নজর কেড়েছে। আধুনিক ফিচার, উন্নত ক্যামেরা এবং প্রিমিয়াম ডিজাইনের সমন্বয় এই ডিভাইসটিকে একই দামের অন্যান্য ফোনের চেয়ে এগিয়ে রেখেছে।
নতুন এই হ্যান্ডসেটে রয়েছে ৬.৭৮ ইঞ্চির একটি ফ্ল্যাট AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ পর্যন্ত পৌঁছাতে পারে। ফলে স্ক্রলিং, গেমিং কিংবা ভিডিও দেখা—সবকিছুতেই ব্যবহারকারীরা পাচ্ছেন আরও বেশি মসৃণ অভিজ্ঞতা। উজ্জ্বলতা ১৭০০ নিট পর্যন্ত হওয়ায় সরাসরি রোদে ফোন ব্যবহারেও কোনো অসুবিধা হয় না।
প্রসেসরের দিক থেকে ফোনটিতে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেকের Helio G99 Ultimate চিপসেট, যা দৈনন্দিন ব্যবহারের পাশাপাশি মাঝারি মানের গেমিং-এর ক্ষেত্রেও সন্তোষজনক পারফরম্যান্স নিশ্চিত করে। সঙ্গে রয়েছে ৮ জিবি র্যাম, যা ভার্চুয়াল এক্সপানশন সাপোর্ট করে, অর্থাৎ কার্যকারিতায় আরও গতি পাওয়া যায়। স্টোরেজ অপশন হিসেবে আছে ১২৮ বা ২৫৬ জিবি ইন্টারনাল মেমোরি, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে আরও বাড়ানো যায়।
ফোনটির ক্যামেরা সেটআপও বেশ প্রশংসনীয়। পেছনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে থাকছে AI সাপোর্ট এবং ডুয়াল LED ফ্ল্যাশ, যা অল্প আলোতেও সুন্দর ছবি তুলতে সাহায্য করে। সেলফির জন্য ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যুক্ত করা হয়েছে, যেখানে থাকছে নানা ধরনের ফিচার ও ফিল্টার।
ব্যাটারির দিক থেকে, Spark 40 Pro একটি ৫২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির সঙ্গে এসেছে, যা দৈনন্দিন ব্যবহারে দিনভর চার্জ ধরে রাখতে সক্ষম। ফাস্ট চার্জিং সুবিধা হিসেবে এতে ৪৫ ওয়াট পর্যন্ত ওয়্যার্ড চার্জিং সাপোর্ট রয়েছে, যা অল্প সময়ে দ্রুত চার্জ সম্পন্ন করতে পারে।
এই স্মার্টফোনটি চালিত হচ্ছে অ্যান্ড্রয়েড ১৫ ভিত্তিক HiOS 15.1 অপারেটিং সিস্টেমে, যেখানে থাকছে নিজস্ব AI সহকারী “Ella”, উন্নত টেক্সট সাজেশন ও অফলাইন মেসেজিংয়ের মতো আধুনিক ফিচার। এর পাশাপাশি IP64 রেটিং থাকায় ডিভাইসটি ধুলা ও পানির ছিটেফোঁটা থেকেও সুরক্ষিত।
বাজার বিশ্লেষকদের মতে, এমন বৈশিষ্ট্যের একটি স্মার্টফোন এই দামে পাওয়া দুষ্কর। বাংলাদেশের বাজারে ফোনটির আনুমানিক মূল্য ২৪ হাজার থেকে ২৫ হাজার টাকার মধ্যে নির্ধারিত হতে পারে। ফলে যারা সীমিত বাজেটে একটি আধুনিক ও নির্ভরযোগ্য স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য টেকনো স্পার্ক ৪০ প্রো হতে পারে একটি উপযুক্ত পছন্দ।
বর্তমানে বাজারে থাকা অন্যান্য ব্র্যান্ডের ফোনের সঙ্গে প্রতিযোগিতা করেও এই ডিভাইসটি নিজের একটি অবস্থান তৈরি করতে পারবে বলেই মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।