অভিষেক টেস্ট দলের অধিনায়ক ও সাবেক এমপি দূর্জয় ৪ দিনের রিমান্ডে
ক্রীড়া প্রতিবেদক
- আপডেট সময় : ০৮:৪৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
- / ১৭০ বার পড়া হয়েছে
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও অভিষেক টেস্ট অধিনায়ক এবং সাবেক এমপি নাইমুর রহমান দূর্জয়ের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ আদেশ দেন। গতরাতে ঢাকার লালমাটিয়া থেকে গ্রেপ্তার করা হয় দুর্জয়কে।
আদালত সূত্র জানায়, আজ তাকে বিস্ফোরক আইনে মামলায় আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে অস্ত্রের জোগানদাতা ছিল নাঈমুর রহমান দুর্জয়। তার আশ্রয়-প্রশয়ে তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ছাত্রজনতার ওপর গুলি চালায়।
আসামির পক্ষে জামিন আবেদন করেন নজরুল ইসলাম বাদশাসহ বেশ কয়েকজন সিনিয়র আইনজীবী।




















