ঋতুপর্ণার চমকে মিয়ানমারকে হারালো বাংলাদেশ, আর এক ম্যাচ জিতলেই ইতিহাস

- আপডেট সময় : ০৭:১৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
- / ১০৯ বার পড়া হয়েছে
আগেরবার গুনে গুনে পাঁচ গোল হজমত করতে হয়েছিল। সাত বছর পর এবার বদলে যাওয়া বাংলাদেশকে দেখলো মিয়ানমার। শক্তি,অতীত রেকর্ড এবং সমর্থন সব কিছু অনুকুলে থাকা চোখ রাঙানো স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারালেন ঋতুপর্ণারা। পাশাপাশি তারা তৈরী করতে যাচ্ছেন প্রথমবারের মতো এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা। আর এক ম্যাচ জিতলেই বাংলাদেশের নারীরা ইতিহাস সৃষ্টি করবেন। সামনে শেষ প্রতিপক্ষ হিসেবে আছে তুর্কমেনিস্তান। এই ম্যাচ জিততে পারলেই অস্ট্রেলিয়ায় এএফসি এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলবেন ঋতুপর্ণারাঅ
তবে আজ ইয়াংগুনে বাংলাদেশের নারী ফুটবলাররা রীতিমতো চমক দেখালো। অবাক করে দিলেন স্থানীয় সমর্থকদের। স্বাগতিকদের হারিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষ স্থানে অবস্থান করছে বাংলাদেশ। আগের ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে হারালেন ঋতুপর্ণারা। টানাই দুই তাদের ঝুড়িতে। অথচ সাত বছর আগে একটি ম্যাচেও জিততে পারেননি বাংলাদেশ। আগের দুইবার এশিয়ান কাপ বাছাইয়ে ৫ ম্যাচ খেলে সবগুলো হেরেছিলো বাংলাদেশ। গোলের বন্যায় ভেসেছিলো। এবার উল্টো গোল বন্যায় প্রতিপক্ষদের ভাসলেন। এবার প্রতিপক্ষদের তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন লাল-সবুজ জার্সিধারী মেয়েরা।
বাংলাদেশের দুটি গোলই করেছেন পাহাড়িকন্যা ঋতুপর্ণা চাকমা। ১৮ মিনিটে তার গোলে লিড নিয়েছিল বাংলাদেশ। ৭১ মিনিটে তার গোলেই ব্যবধান দ্বিগুণ করেন আফঈদারা। শেষ পর্যন্ত দুই গোল ধরে রেখেই মাঠ ছেড়েছেন পিটার বাটলারের শিষ্যরা।
এএফসি এশিয়ান কাপ ফুটবলের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ উজ্জ্বল করতে মিয়ানমারের বিপক্ষে জয়ের বিকল্প নেই, এমন পরিসংখ্যান মাথায় রেখে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারের বিপক্ষে চোখে চোখ রেখে খেলেছেনআফঈদা খন্দকাররা। ম্যাচের ১৮ মিনিটে বাংলাদেশ গোল করে এগিয়ে যায়।
তহুরা খাতুন বল নিয়ে ঢুকতে গেলে তাকে ফেলে দেন মিয়ানমারের ডিফেন্ডার। বক্সের কোনায় ফ্রিকিক পায় বাংলাদেশ। ঋতুপর্ণা চাকমার নেওয়া ফ্রি কিক মানব দেয়ালে ফিরলে আবার বল পান তিনি। ঋতুপর্ণা বা পায়ের নিঁখুত শটে পোস্টের কোনা দিয়ে বল জালে পাঠান।
২৫ মিনিটে বাম দিক দিয়ে ঋতুপর্ণার ক্রসে দারুণ সুযোগ এসেছিল ব্যবধান বাড়ানোর। তবে শামসুন্নাহার জুনিয়র বলের কাছাকাছি থাকলেও সুযোগ কাজে লাগাতে পারেননি।
৭১ মিনিটে বাম দিকে ঢুকে ঋতুপর্ণা বাঁ পায়ে কোনাকুনি শটে যে গোল করেছেন, তা দর্শকদের চোখে লেগে থাকবে দীর্ঘদিন। বাংলাদেশ ব্যবধান বাড়াতে পারেনি। তবে ৮৯ মিনিটে মিয়ানমারের উইন উইন গোল করে ব্যবধান ২-১ করেন।