সামাজিক ব্যবসা পারে গোটা বিশ্বকে বদলে দিতে বললেন ড.ইউনুস
- আপডেট সময় : ০৯:৪৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
- / ১৬৩ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারের প্রধান ড.ইউনুস বলেছেন সামাজিক ব্যবসায় পারে গোটা বিশ্বকে বদলে দিতে। সামাজিক ব্যবসা দিবস উপলক্ষ্যে তিনি আজ সাভারের জিরাবো সামাজিক কনভেনশন সেন্টারে দুইদিন ব্যাপী এই কর্মশালার উদ্বোধনে তিনি এ সব কথা বলেন। ড.ইউনুস বলেন, সামাজিক ব্যবসা (সোশ্যাল বিজনেস) শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে।
তিনি বলেন, পৃথিবীতে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার একমাত্র সঠিক পথ হলো সামাজিক ব্যবসা। এর মাধ্যমে স্বাস্থ্যসেবার চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবিলা করা সম্ভব।
তিনি আরও বলেন, ‘সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে সামাজিক ব্যবসা সর্বোত্তম পন্থা’ – প্রতিপাদ্য সামনে রেখে এবারের সোশ্যাল বিজনেস ডে উদযাপন করা হচ্ছে।
এবারের সম্মেলনে বিশ্বের ৩৮ দেশ থেকে এক হাজার ৪০০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপদেষ্টা পরিষদের সদস্য, সরকারের সিনিয়র কর্মকর্তা, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক এবং বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন।





















