ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় থেমে গেলো মধ্যপ্রাচ্যের আকাশ পথ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:১৬:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • / ৯৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরান-ইসরায়েলের সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ায় নতুন মেরুকরণে রুপ নিয়েছে যুদ্ধ। ইরান এখন একাই লড়াই করছে ইসরায়েল এবংযুক্তরাষ্ট্ররে বিপক্ষে। ইরানের তিনটি পারমানবিক স্থাপনায় হামলা চালায় ‍যুক্তরাষ্ট্র। তারই পাল্টা জবাবে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে হামলা চালায় ইরান। আর তাতেই মধ্যপ্রাচ্যের আকাশ পথে চলাচল বন্ধ হয়ে পড়ে।

কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলার পর ওই অঞ্চলের অনেকগুলো দেশের বিমান সংস্থা সাময়িকভাবে তাদের বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। মিশর এয়ার ও কুয়েত এয়ারওয়েজ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আপাতত ওই অঞ্চল দিয়ে তাদের কোনো বিমান চলাচল করবে না। এর আগে কাতার, বাহরাইন ও ইরাক তাদের দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়।

এদিকে, কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার বিষয়টি জানিয়েছে, দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সম্পৃক্ত আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।

তাসনিম জানাচ্ছে, ‌‌‘কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে এ হামলা চালানো হয়েছে। এসব হামলায় একাধিক ওয়ারহেড বা ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম খাইবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানিয়েছে, প্রথমবার এ ক্ষেপণাস্ত্র কোনো হামলায় ব্যবহার করা হলো। সেইসঙ্গে হামলায় আধুনিক ড্রোনও ব্যবহার করা হয়েছে।

ইরানের হামলার পরপরই তীব্র নিন্দা জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, এ হামলা কাতারের সার্বভৌমত্ব, আকাশসীমা এবং জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। কাতার রাষ্ট্র হিসেবে, এ প্রকাশ্য আগ্রাসনের জবাবে আন্তর্জাতিক আইনের আওতায় সরাসরি জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় থেমে গেলো মধ্যপ্রাচ্যের আকাশ পথ

আপডেট সময় : ০১:১৬:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

ইরান-ইসরায়েলের সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ায় নতুন মেরুকরণে রুপ নিয়েছে যুদ্ধ। ইরান এখন একাই লড়াই করছে ইসরায়েল এবংযুক্তরাষ্ট্ররে বিপক্ষে। ইরানের তিনটি পারমানবিক স্থাপনায় হামলা চালায় ‍যুক্তরাষ্ট্র। তারই পাল্টা জবাবে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে হামলা চালায় ইরান। আর তাতেই মধ্যপ্রাচ্যের আকাশ পথে চলাচল বন্ধ হয়ে পড়ে।

কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলার পর ওই অঞ্চলের অনেকগুলো দেশের বিমান সংস্থা সাময়িকভাবে তাদের বিমান চলাচল বন্ধ করে দিয়েছে। মিশর এয়ার ও কুয়েত এয়ারওয়েজ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আপাতত ওই অঞ্চল দিয়ে তাদের কোনো বিমান চলাচল করবে না। এর আগে কাতার, বাহরাইন ও ইরাক তাদের দেশের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয়।

এদিকে, কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার বিষয়টি জানিয়েছে, দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর সঙ্গে সম্পৃক্ত আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।

তাসনিম জানাচ্ছে, ‌‌‘কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে এ হামলা চালানো হয়েছে। এসব হামলায় একাধিক ওয়ারহেড বা ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম খাইবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানিয়েছে, প্রথমবার এ ক্ষেপণাস্ত্র কোনো হামলায় ব্যবহার করা হলো। সেইসঙ্গে হামলায় আধুনিক ড্রোনও ব্যবহার করা হয়েছে।

ইরানের হামলার পরপরই তীব্র নিন্দা জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, এ হামলা কাতারের সার্বভৌমত্ব, আকাশসীমা এবং জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। কাতার রাষ্ট্র হিসেবে, এ প্রকাশ্য আগ্রাসনের জবাবে আন্তর্জাতিক আইনের আওতায় সরাসরি জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করে।