ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

এশিয়ান আরচারিতে সোনার পদক জিতলেন আলিফ

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • / ১৬৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবদুর রহমান আলিফ। আজ বাংলাদেশের জন্য এক অর্জন ছিনিয়ে এনেছেন। জিতেছেন এশিয়ান আরচারিতে সোনার পদক। সিঙ্গাপুরের মাটিতে উড়িয়েছেন লাল-সবুজের পতাকা।

এশিয়ান কাপ আরচারির রিকার্ভ পুরুষ এককে ফাইনালে আলিফ রুদ্ধশ্বাস লড়াইয়ে ৬-৪ সেট পয়েন্টে হারিয়েছেন জাপানের মিয়াতা গাকুতোকে।

প্রথম দুই সেটে এগিয়ে ছিলেন আলিফ। তবে পরে দারুণভাবে ঘুরে দাঁড়ান জাপানের আর্চার গাকুতো। পরের দুই সেট জিতে খেলায় সমতা আনেন তিনি। চতুর্থ সেটেও এগিয়ে যান গাকুতো। ফলে পঞ্চম সেটে গড়ায় খেলা। সেখানে রুদ্ধশ্বাস শেষ শটে আলিফ ২৯-২৬ ব্যবধানে গাকুতোকে পেছনে ফেলেন।

এর আগে বিশ্বকাপ, এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপ, এশিয়ান আর্চারি গ্রাঁ প্রিঁর মতো টুর্নামেন্টে অংশ নিলেও কোনো পদক জিততে পারেননি আলিফ। এবারই জিতলেন, সেটা আবার স্বর্ণপদক।

স্বর্ণ জিতে সিঙ্গাপুরের মাঠে আনন্দে মেতে ওঠেন আলিফ। জড়িয়ে ধরেন জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখকে। এমন উচ্ছ্বাস তো হবেই! এশিয়ান আর্চারিতে ৬ বছর পর সোনা জিতলো বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এশিয়ান আরচারিতে সোনার পদক জিতলেন আলিফ

আপডেট সময় : ০৭:২৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫

আবদুর রহমান আলিফ। আজ বাংলাদেশের জন্য এক অর্জন ছিনিয়ে এনেছেন। জিতেছেন এশিয়ান আরচারিতে সোনার পদক। সিঙ্গাপুরের মাটিতে উড়িয়েছেন লাল-সবুজের পতাকা।

এশিয়ান কাপ আরচারির রিকার্ভ পুরুষ এককে ফাইনালে আলিফ রুদ্ধশ্বাস লড়াইয়ে ৬-৪ সেট পয়েন্টে হারিয়েছেন জাপানের মিয়াতা গাকুতোকে।

প্রথম দুই সেটে এগিয়ে ছিলেন আলিফ। তবে পরে দারুণভাবে ঘুরে দাঁড়ান জাপানের আর্চার গাকুতো। পরের দুই সেট জিতে খেলায় সমতা আনেন তিনি। চতুর্থ সেটেও এগিয়ে যান গাকুতো। ফলে পঞ্চম সেটে গড়ায় খেলা। সেখানে রুদ্ধশ্বাস শেষ শটে আলিফ ২৯-২৬ ব্যবধানে গাকুতোকে পেছনে ফেলেন।

এর আগে বিশ্বকাপ, এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপ, এশিয়ান আর্চারি গ্রাঁ প্রিঁর মতো টুর্নামেন্টে অংশ নিলেও কোনো পদক জিততে পারেননি আলিফ। এবারই জিতলেন, সেটা আবার স্বর্ণপদক।

স্বর্ণ জিতে সিঙ্গাপুরের মাঠে আনন্দে মেতে ওঠেন আলিফ। জড়িয়ে ধরেন জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখকে। এমন উচ্ছ্বাস তো হবেই! এশিয়ান আর্চারিতে ৬ বছর পর সোনা জিতলো বাংলাদেশ।