ফের ইসরায়েলের হামলা আকাশ, প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করলো ইরান
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৭:৪৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
- / ১৩৭ বার পড়া হয়েছে
ইরানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান মুখপাত্র এফি ডিফ্রিন বলেছেন, এই মুহূর্তে বিমান বাহিনীর পাইলটরা ইরানের বিভিন্ন এলাকায় হামলা চালিয়ে যাচ্ছে।
ইরানের বন্দর আব্বাসেও ইসরায়েলের হামলার খবর পাওয়া গেছে। এদিকে ইসরায়েলি আক্রমণের মুখে তাবরিজ এবং ইসফাহানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে ইরান। ইরানি মিডিয়া জানিয়েছে, সেখানে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।
এদিকে ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, কয়েক ঘণ্টার মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে ‘ব্যাপক ও ধ্বংসাত্মক’ হামলা চালাতে পারে ইরান। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, ইসরায়েলের সাম্প্রতিক হামলার জবাবে প্রতিশোধমূলক হামলার প্রস্তুতি নিয়েছে ইরান। আর তা যে কোনো মুহূর্তে শুরু হতে পারে। সূত্র: আল জাজিরা, বিবিসি























