ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সন্ধ্যা সাতটায় যুব সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালে বাংলাদেশ-ভারত মুখোমুখি

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:২৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • / ৪২ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবারও চ্যাম্পিয়নের দৌরগোড়ায় যুবারা। যে নেপালকে হারিয়ে গেলোবার শিরোপা জিতেছিলো,এবার তাদের হারিয়ে উঠে এসেছে ফাইনালে। আজ কাঙ্খিত সেই ফাইনাল। ভারতের অরুণােচলে ভারতের বিপক্ষেই শিরোপা লড়াইয়ে নামছে বাংলাদেশ। সন্ধ্যা সাতটায় শুরু হবে এই ম্যাচ। এই ফুটবলাঙ্গনে বাড়তি উত্তেজনা বিরাজ করাটাই স্বাভাবিক। অরুণাচলের ইউপিয়ায় গোল্ডেন জুবলি স্টেডিয়ামে লড়তে দু’দলেরই প্রস্তুতি শেষ। মাঠের লড়াইয়ের আগে গোলাম রব্বানী ছোটনের দল দোয়া চাইলেন দেশবাসির।

শিরোপা অক্ষুন্ন রাখা নিয়ে তাদের মধ্যে আত্মবিশ্বাস তুঙ্গে। এ নিয়ে কোচ ছোটন বলেন ‘ছেলেরা এই টুর্নামেন্টে প্রতিটি ম্যাচেই ভালো ফুটবল খেলেছে। তারা এখন অনেক আত্মবিশ্বাসী। ফাইনালের জন্য পুরোপুরিভাবে প্রস্তুত। দেশবাসীর দোয়া চাই যেন আমরা চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ফিরতে পারি।’

বাংলাদেশ তিন ম্যাচের মধ্যে একটি ড্র করলেও ভারত সবকটিতেই জিতেছে। ভারতের জালে একবারও বল না গেলেও বাংলাদেশের জালে তিনবার বল প্রবেশ করেছে। পারফরম্যান্স ও স্বাগতিক দুইদিক থেকেই ভারত খানিকটা এগিয়ে। তবে মাঠের লড়াইয়ের আগে বাংলাদেশকে  বেশ সমীহ করছেন ভারত কোচ বিবিয়ানো ফের্নান্দেস, ‘বাংলাদেশ ভালো খেলেছে, বিশেষ করে সেমিফাইনালে। তাদের প্রতি সম্মান আছে আমাদের এবং আমরা ফাইনালে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করতে চাই।’

বাংলাদেশের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। নিজে করেছেন তিন গোল, আবার করিয়েছেন একাধিক। ফাইনাল নিয়ে বাংলাদেশ অধিনায়কের প্রতিক্রিয়া, ‘ফাইনালে সবসময় উত্তেজনা কাজ করে। দু’দলই চাইবে ভালো খেলে জযের মাধ্যমে ট্রফি নিতে। আমরাও চাই ইনশা-আল্লাহ ট্রফি নিয়ে দেশে ফিরব।’ নিজ দল নিয়ে তার বিশ্লেষণ, ‘আমাদের শুরু থেকেই আত্মবিশ্বাস ছিল। যেহেতু ফাইনালে প্রতিপক্ষ ভারত, সেক্ষেত্রে বিষয়টি আলাদা। ভারত ভালো দল, তাদের প্রতি সম্মান আছে আমাদের। লক্ষ্য পূরণে আমরা শতভাগ নিংড়ে দেব।’

ভারত অধিনায়ক সিঙ্গামায়ুম শামি সাফের ট্রফি নিজেদের দেশেই রাখতে চান, ‘আমরা সেরাটা দিতে চাই। লড়াইয়ের জন্য প্রস্তুত এবং আমাদের ঘরে ট্রফি রেখে দিতে চাই।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সন্ধ্যা সাতটায় যুব সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালে বাংলাদেশ-ভারত মুখোমুখি

আপডেট সময় : ১০:২৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫

গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবারও চ্যাম্পিয়নের দৌরগোড়ায় যুবারা। যে নেপালকে হারিয়ে গেলোবার শিরোপা জিতেছিলো,এবার তাদের হারিয়ে উঠে এসেছে ফাইনালে। আজ কাঙ্খিত সেই ফাইনাল। ভারতের অরুণােচলে ভারতের বিপক্ষেই শিরোপা লড়াইয়ে নামছে বাংলাদেশ। সন্ধ্যা সাতটায় শুরু হবে এই ম্যাচ। এই ফুটবলাঙ্গনে বাড়তি উত্তেজনা বিরাজ করাটাই স্বাভাবিক। অরুণাচলের ইউপিয়ায় গোল্ডেন জুবলি স্টেডিয়ামে লড়তে দু’দলেরই প্রস্তুতি শেষ। মাঠের লড়াইয়ের আগে গোলাম রব্বানী ছোটনের দল দোয়া চাইলেন দেশবাসির।

শিরোপা অক্ষুন্ন রাখা নিয়ে তাদের মধ্যে আত্মবিশ্বাস তুঙ্গে। এ নিয়ে কোচ ছোটন বলেন ‘ছেলেরা এই টুর্নামেন্টে প্রতিটি ম্যাচেই ভালো ফুটবল খেলেছে। তারা এখন অনেক আত্মবিশ্বাসী। ফাইনালের জন্য পুরোপুরিভাবে প্রস্তুত। দেশবাসীর দোয়া চাই যেন আমরা চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ফিরতে পারি।’

বাংলাদেশ তিন ম্যাচের মধ্যে একটি ড্র করলেও ভারত সবকটিতেই জিতেছে। ভারতের জালে একবারও বল না গেলেও বাংলাদেশের জালে তিনবার বল প্রবেশ করেছে। পারফরম্যান্স ও স্বাগতিক দুইদিক থেকেই ভারত খানিকটা এগিয়ে। তবে মাঠের লড়াইয়ের আগে বাংলাদেশকে  বেশ সমীহ করছেন ভারত কোচ বিবিয়ানো ফের্নান্দেস, ‘বাংলাদেশ ভালো খেলেছে, বিশেষ করে সেমিফাইনালে। তাদের প্রতি সম্মান আছে আমাদের এবং আমরা ফাইনালে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করতে চাই।’

বাংলাদেশের অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। নিজে করেছেন তিন গোল, আবার করিয়েছেন একাধিক। ফাইনাল নিয়ে বাংলাদেশ অধিনায়কের প্রতিক্রিয়া, ‘ফাইনালে সবসময় উত্তেজনা কাজ করে। দু’দলই চাইবে ভালো খেলে জযের মাধ্যমে ট্রফি নিতে। আমরাও চাই ইনশা-আল্লাহ ট্রফি নিয়ে দেশে ফিরব।’ নিজ দল নিয়ে তার বিশ্লেষণ, ‘আমাদের শুরু থেকেই আত্মবিশ্বাস ছিল। যেহেতু ফাইনালে প্রতিপক্ষ ভারত, সেক্ষেত্রে বিষয়টি আলাদা। ভারত ভালো দল, তাদের প্রতি সম্মান আছে আমাদের। লক্ষ্য পূরণে আমরা শতভাগ নিংড়ে দেব।’

ভারত অধিনায়ক সিঙ্গামায়ুম শামি সাফের ট্রফি নিজেদের দেশেই রাখতে চান, ‘আমরা সেরাটা দিতে চাই। লড়াইয়ের জন্য প্রস্তুত এবং আমাদের ঘরে ট্রফি রেখে দিতে চাই।’