নুসরাত ফারিয়াকে বিমানবন্দরে আটক, ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

- আপডেট সময় : ০৬:১৪:২১ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
- / ৪০ বার পড়া হয়েছে
অভিনেত্রী নুসরাত ফারিয়াকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এরপর তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে নুসরাতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ রোববার বিকেলে ডিবির এক কর্মকর্তা নিশ্চিত করেছেন এ তথ্য।
তিনি বলেন, ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে ভাটারা থানায় নেওয়া হয়। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এখন সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এর আগে, সকাল ১১টার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ নুসরাত ফারিয়াকে আটক করে। ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) সুজন হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা রয়েছে।
২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘আশিকী’ চলচ্চিত্র দিয়ে নুসরাত ফারিয়ার বড় পর্দায় অভিষেক হয়। ২০২৩ সালে তিনি শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন।