ফাহমিদুলকে আবারো জাতীয় দলে ডেকেছে বাফুফে

- আপডেট সময় : ০৭:১৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
- / ৪১ বার পড়া হয়েছে
ভারতের বিরুদ্ধে হামজার সঙ্গে বাংলাদেশের হয়ে অভিষেক হওয়ার কথা ছিলো ইতালিয়ান প্রবাসী নোয়াখালীর ফাহমিদুলের। কিন্তু কোন এক অশুভ সিন্ডিকেটের তোড়ে দূর্দান্ত পারফরম্যন্স করা ফাহমিদুলের জাতীয় দলে খেলা হয়নি সেবার। অনুশীলণ ক্যাম্প শেষে সৌদি থেকেই ইতালিতে ফিরে যান তিনি। এ নিয়ে রাজ্যের সমালোচনার ঝড় বয়ে যায়। যে কিনা অনুশীলনে নাকানি খাইয়েছিলেন প্রতিপক্ষের ডিফেন্ডারদের,তাকে কোচ বাদ দিয়ে দিলেন। যা ফুটবল ভক্তদের অবাক করে দিয়েছে। এক হামজায় রক্ষণভাগ আগলে রেখে সেদিন ভারতকে দিশেহারা করে দেন। সেদিন আক্রমনেভাগে ফাহমিদুলের অভাব অনুভব করেছিলেন সবাই। সে যাতনা মেটাতে ফাহমিদুলকে আবারো জাতীয় দলে রাখার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সে কারণে ফাহমিদুলের ইতালিতায়ন চতুর্থ বিভাগের ক্লাব ওলবিয়া কালসিওকে চিঠি দিয়েছে। তারই উত্তর দিয়েছে ক্লাবটি। পাশাপাশি বাংলাদেশের হয়ে খেলার জন্য ফাহমিদুলকে ছুটিও দিয়েছে ক্লাবটি। সব ঠিকঠাক থাকলে আগামী ১০ জুন ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবেন তিনি। ওই ম্যাচে ফাহমিদুলের সঙ্গে ঘরের মাঠে অভিষেক হবে হামজা চৌধুরী ও সোমিত সোমের। জাতীয় দলকে দেখা যেতে পারে নতুন রুপে।
বাফুফের জাতীয় দল কমিটি এপ্রিল মাসে তৃতীয় সপ্তাহে একটি সভা করেছিল। সেই সভায় কমিটির সদস্যরা ফাহমিদুলকে ঢাকার মাঠে পুনরায় দেখার আহ্বান জানান কোচের কাছে। কোচ সেই দিনের সভায় ফাহমিদুলকে চূড়ান্ত দলে না রাখার অনেক যুক্তি দিলেও শেষ পর্যন্ত কোচ আবার ফাহমিদুলকে পুনরায় বাংলাদেশ দলে ডেকেছেন।
১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ। ৪ জুন রয়েছে একটি প্রীতি ম্যাচ। এশিয়ান কাপ বাছাইয়ের জন্য ক্যাম্প শুরু হবে ৩১ মে থেকে। বাফুফে ক্যাম্পের শুরু থেকেই ফাহমিদুলকে চেয়েছে। জাতীয় দলের স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা গত ম্যাচে ফাহমিদুলকে বাদ দিয়ে বড় বিতর্কের জন্ম দিয়েছিলেন। এবার তিনি কি করেন সেটা দেখার অপেক্ষায় ফুটবলাঙ্গন। পাশাপাশি বাফুফে কর্তারাও ঢাকায় নিজেদের চোখে ফাহমিদুলের অনুশীলন দেখার জন্য মুখিয়ে আছেন।
ফাহমিদুলের পাশাপাশি হামজা চৌধুরি ও সামিত সোমের ক্লাবের সঙ্গেও বাফুফে চিঠির আদান-প্রদান করছে। দুই হাই প্রোফাইল ফুটবলারকে ক্যাম্প শুরুর ১-২ দিনের মধ্যেই আনার সর্বাত্নক চেষ্টা করছে ফেডারেশন। জাতীয় দলের স্পেনিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার দল নির্বাচন বরাবরই প্রশ্নবিদ্ধ। সিঙ্গাপুরের ম্যাচের প্রাথমিক স্কোয়াডে তিনি কাদের ডাকেন সেটা দেখার অপেক্ষায় ফুটবলাঙ্গন।