নেপালকে হারিয়ে শিরোপা থেকে এক ম্যাচ দূরে বাংলাদেশ

- আপডেট সময় : ০৭:২৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
- / ৪১ বার পড়া হয়েছে
আর এক ম্যাচ বাকি। তা জিতলেই যুব সাফ ফুটবল বলের চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ। তার আগে আজ শুক্রবার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে নেপালকে ২-১ গোলে পরাজিত করে সেমিফাইনালের বাধা অতিক্রম করেন বাংলাদেশের যুবারা। সাফ অনুর্ধ্ব ১৯ ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় ভারতের অরুণাচলে। প্রথমার্ধে দু‘দলের কেউ গোলের দেখা পায়নি।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ প্রথমে গোল পেয়ে এগিয়ে যায়। ৭৩ মিনিটে আশিকুর রহমানের গোলে লিড নেয় গোলাম রব্বানী ছোটনের দল। বাম দিক থেকে অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের কর্নারে হেড দিয়ে গোল করেন আশিকুর রহমান। ৮০ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় নাজমুল হুদা ফয়সালের গোলে।
বদলি মানিক ডান দিক দিয়ে নেপালের এক ডিফেন্ডারকে কাটিয়ে বল নিয়ে ঢুকে পড়েন। সামনে গোলরক্ষক একা থাকলেও আরো অরক্ষিত থাকা ফয়সালের সামনে বল ঠেলে দেন মানিক। কোনো ভুল করেননি অধিনায়ক। ঠান্ডা মাথায় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।
দুই গোলে লিড নেওয়ার পর বাংলাদেশ রক্ষণে শক্তি বাড়ায়। তাতে বাংলাদেশের রক্ষণে চাপ তৈরি করে নেপাল। ৮৭ মিনিটে নেপালের সুজন দাঙ্গল গোল করে ব্যবধান কমান।
সন্ধ্যায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও মালদ্বীপ। এ ম্যাচের জয়ী দলের বিপক্ষেই আগামী রোববার ফাইনাল খেলবে বাংলাদেশ।