কলার খসাও উপকারি,চুল ভালো রাখে

- আপডেট সময় : ১২:০১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
- / ৪০ বার পড়া হয়েছে
দ্রুত শক্তি সঞ্চয়ের জন্য কলা বেশ কার্যকরী একটি উপাদান। তবে ভিতরের অংশই শুধু মানুষে কাজে লাগে তা নয়, বাহিরের খসাও বেশ উপকারি। এটি বর্জ হিসেবে এতোদিন ফেলা দেওয়া হতো। এবার থেকে এটিও কাজে লাগানো যেতে পারে। বিশেষ করে যারা চুলের যত্ন নিয়ে থাকেন।
এটি যেমন ত্বকের যত্নে অনন্য, তেমনি চুল ভালো রাখতেও এর জুড়ি মেলা ভার। কলায় খোসায় থাকা পটাশিয়াম চুলের গোড়াকে শক্তিশালী করে এবং মাথার ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, ভাঙন কমায়। এর ম্যাগনেসিয়াম মাথার ত্বকে রক্ত সঞ্চালন উন্নত করে, চুলের বৃদ্ধিকে উৎসাহিত করে। এতে থাকা ভিটামিন বি৬ এবং সি শক্তিশালী চুলের গঠনের জন্য প্রয়োজনীয় কোলাজেন উৎপাদনে সহায়তা করে। এর প্রাকৃতিক তেল গভীর হাইড্রেশন প্রদান করে চুলে। চুলের যত্নে কলার খোসা কীভাবে ব্যবহার করবেন জেনে নিন।
একটি কলার খোসা পেস্ট করে নিন। এর সঙ্গে ১ টেবিল চামচ নারকেল তেল, ১ টেবিল চামচ মধু মিশিয়ে চুলে লাগান। চুলের গোড়াতেও লাগাবেন ভালো করে। শাওয়ার ক্যাপ দিয়ে ঢেকে রাখুন চুল। ৩০-৪৫ মিনিটের জন্য অপেক্ষা করুন। এরপর কুসুম গরম পানি ও শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
একটি কলার খোসা ২ কাপ পানিতে ফুটিয়ে নিন। মিশ্রণটি ঠান্ডা হতে দিন, তারপর তরলটি ছেঁকে নিন। শ্যাম্পু করার পর শেষবারের মতো চুল ধোয়ার সময় এই পানি ব্যবহার করুন। মাথার ত্বকে আলতো করে ম্যাসাজ করুন।
১টি কলার খোসা আধা কাপ নারকেল বা জলপাই তেলে ১০ মিনিট ফুটিয়ে নিন। তেলটি ছেঁকে নিন এবং একটি পরিষ্কার ও বায়ুরোধী বোতলে সংরক্ষণ করুন। মাথার ত্বকে এবং চুলে তেলটি লাগান। ৩০ মিনিট রেখে তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।