মেট গালায় ইতিহাস গড়লেন শাহরুখ

- আপডেট সময় : ০২:১৬:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
- / ৪৪ বার পড়া হয়েছে
বলিউডে ক্যারিয়ারের শুরু থেকে কিশোরী থেকে শুরু করে তরুণ-তরুনীদের হার্টথ্রব ছিলেন শাহরুখ খান। পড়ন্ত বেলায়ও কমেনি তার জনপ্রিয়তা। যে চরিত্রেই অভিনয় করেন না কেন,নায়ক তিনিই। তাকে অনুসরণ করাই তরুণ-তরুনীদের নেশা। শাহরুখ কেমন শার্ট পড়লেন, কেমন প্যান্ট পরলেন, কিংবা তার হেয়ার স্টাইলটা পর্যন্ত চুরি হয়ে যায়। এখনো তার ফলোয়ার আকাশ ছোয়া। সময়ের সাথে তাল মিলিয়ে চলা বলিউডের এই তারকার বয়স এখন ৫৯ বছর।
অথচ এই বয়সেও মেট গালায় অভিষেক হলো বলিউড বাদশাহ শাহরুখ খানের। ২০২৫-এর মেট গালার লাল গালিচায় প্রথমবার হাঁটলন কিং খান। তার রাজকীয় স্টাইলে মুগ্ধ নিউইয়র্কের এই ফ্যাশন শো।
এদিন সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা কালো স্যুটে নিজের সিগনেচার স্টাইলে রেড কার্পেট হেঁটেছেন শাহরুখ। তবে প্রথমবার মেট গালায় অংশ নিয়েই বলিউড বাদশাহ জানিয়ে দিলেন, এটাই হয়তো শেষ!
সোমবার সন্ধ্যা ৬টা (ভারতীয় সময় মঙ্গলবার দিবাগত রাত তিনটা ৩০ মিনিট) শুরু হয় বহু প্রতিক্ষীত ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫। অনুষ্ঠানস্থলে হাজির হয়েই কিং খান সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আমি শাহরুখ।’ সঙ্গে দেন তার সেই জনপ্রিয় হাসি। এরপর শাহরুখ জানান, তিনি মেট গালায় অংশ নিয়েছেন তার সন্তানদের জন্য।
কিং খানের কথায়, ‘আমার ছোট ছোট বাচ্চা আছে, ওরা মেট গালা নিয়ে দারুণ উচ্ছ্বসিত। আমি নিজে থেকে আদৌ আসতাম কিনা জানি না। কিন্তু যখন সব্যসাচী বুদ্ধি দিল, তখন ওরা দারুণ খুশি হয়। আমি এখনও জানি না এটা সত্যিই দারুন কিনা। কিন্তু ওরা বলল, তোমাকে ওখানে দারুণ লাগবে।’
প্রথমবার মেট গালায় অংশ নেওয়া শাহরুখ শেষে বললেন ‘এটাই হয়তো আমার শেষ মেট গালা।’
প্রসঙ্গত, এবারের মেট গালার থিম সুপারফাইন: টেলোরিং ব্ল্যাক স্টাইল। এদিন শাহরুখ মাটি ছোঁয়া একটি কোট পরেছিলেন যেটা তাসমানিয়ান সুপারফাইন উল দিয়ে তৈরি। সঙ্গে রয়েছে জাপানিজ হর্নের বোতাম। সঙ্গে পরেছিলেন সিল্কের কালো শর্ট এবং প্যান্ট। কোমরে ছিল কোমর বন্ধনী।
শাহরুখের গায়ে এদিন একাধিক গয়না দেখা যায়। ছিল সোনা, হীরে, নীলা, ইত্যাদি। তবে এদিন শাহরুখের কাঁধে কোনও প্যাড বা ঝুলন্ত কাপড় দেখা যায়নি। এই বিষয়ে কিং খান জানিয়েছেন ‘আমি শোল্ডার প্যাড পরতে চাই না। সেটা পরলে আমাকে এরোপ্লেনের মতো লাগবে।’
প্রসঙ্গত, নিউইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছর ঐতিহ্যবাহী এই ফ্যাশন ইভেন্ট হয়। বিশ্বের নামী ফ্যাশন ব্র্যান্ড, ডিজাইনার ও মডেলরা এখানে অংশ নেন। শাহরুখ বাদেও বলিউড থেকে প্রিয়াঙ্গা চোপড়া, কিয়ারা আদভানি অংশ নিয়েছেন।