কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মাজহারের মতে গণতন্ত্রের প্রধান কথা হচ্ছে কেন্দ্রীয় সরকার

- আপডেট সময় : ১১:৩৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
- / ৪২ বার পড়া হয়েছে
রাজনৈতিক দলগুলো থেকে যখন মায়ানমার করিডোর নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে তখন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মাজহারের বক্তব্য নিয়ে চলছে রাজ্যের আলোচনা। আজ শুক্রবার বগুড়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, গণতন্ত্রের প্রধান কথা হচ্ছে স্থানীয় সরকার,কেন্দ্রীয় সরকার নয়। রাষ্ট্র এমন কোনো আইন প্রণয়ন করতে পারবে না যাতে ব্যক্তির অধিকার ও মর্যাদা ক্ষুণ্ন হয়; রাষ্ট্র এমন কোনো আইন বা নীতি গ্রহণ করতে পারবে না, যা প্রাণ-পরিবেশ-প্রকৃতির ক্ষতি করবে এবং রাষ্ট্র এমন কোনো আইন বা নীতি করতে পারবে না যাতে জীবন ও জীবিকা বিপন্ন হয়।
ফরহাদ মাজহার বলেন, এই তিনটি নীতি যদি আমরা আনতে পারি, রাজনৈতিক দলগুলো যদি এই তিনটি নীতির ভিত্তিতে আজকে আন্দোলন করে, তাহলে বাংলাদেশকে বদলাতে ছয় মাসের বেশি সময় লাগবে না। নির্বাচন হতেও ছয় মাসের বেশি লাগবে না’।
তিনি আরও বলেন, ‘গণঅভ্যুত্থানের যে বার্তা, তা হলো জনগণের যে ক্ষমতা, তা জনগণকে ফিরিয়ে দিন। বিকেদ্রীয়করণ ব্যবস্থা গড়ে তুলুন। গণতন্ত্রের প্রধান কথা হচ্ছে স্থানীয় সরকার, কেন্দ্রীয় সরকার নয়।’ এছাড়া জেলা প্রশাসনের মাধ্যমে ক্ষমতা বিকেন্দ্রীয়করণের কথাও বলেন তিনি। মিয়ানমারে মানবিক করিডোর প্রসঙ্গে ফরহাদ মজহার বলেন, ‘আমি মনে করি, রাখাইনে মানবিক করিডোর দেওয়া উচিত না।’
এছাড়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গণঅভিপ্রায় বুঝতে পারেনি বলেও তিনি সমালোচনা করেন।