ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ঢাকা,সিটি ও আইডিয়াল কলেজের সংঘর্ষ থামাতে প্রশাসনের কঠোর বার্তা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৪১:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
  • / ৫৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

ঢাকা সিটি কলেজ, ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এলাকাবাসী ত্যাক্তবিরক্ত। এর জন্য প্রশাসন বিব্রতকর। তাই এই তিন কলেজের সংঘর্ষ থামাতে কঠোর বার্তা দিয়েছে প্রশাসন। বুধবার (২৩ এপ্রিল) ধানমন্ডি মডেল থানায় অনুষ্ঠিত জরুরি বৈঠকে কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ কর্মকর্তারা উচ্ছৃঙ্খল ছাত্রদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে টিসি (ট্রান্সফার সার্টিফিকেট) প্রদান এবং আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

জানা গেছে, বৈঠকে ৩ কলেজের অধ্যক্ষ, রমনা বিভাগের ডিসি, এডিসি, ধানমন্ডি জোনের এসি ও তিন থানার ওসি উপস্থিত ছিলেন। এসময়, শিক্ষার্থীদের মধ্যে বিরাজমান উত্তেজনা ও সংঘর্ষের কারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। পরে সবার সম্মতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে বেশ কিছু সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

এরমধ্যে উল্লেখযোগ্য কিছু সিদ্ধান্ত হচ্ছে — উচ্ছৃঙ্খলতার সঙ্গে জড়িত বা চিহ্নিত ছাত্রদের তালিকা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। পুলিশ তাদের অভিভাবকদের ডেকে প্রথম দফায় সতর্ক করবে। এরপরও যদি তারা সংঘর্ষে জড়ায় তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শুধু তাই নয় বরং একটি কলেজ টিসি দিলে অন্য কোনো কলেজ যাতে সেই ছাত্রকে ভর্তি না করে, সে জন্য অধ্যক্ষরা একটি অভিন্ন নীতিমালাও প্রণয়ন করবেন।

জানা গেছে, পরিস্থিতি স্বাভাবিক ও সমন্বয়ের জন্য পুলিশ প্রশাসন এবং কলেজ প্রতিনিধিদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এছাড়া, সংঘর্ষ এড়াতে কলেজগুলো তাদের ক্লাসের সময়সূচি পুনর্বিন্যাস করবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি কয়েক দফায় ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। যার জেরে বুধবার ও বৃহস্পতিবার দুটি প্রতিষ্ঠানের ক্লাসই বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকা,সিটি ও আইডিয়াল কলেজের সংঘর্ষ থামাতে প্রশাসনের কঠোর বার্তা

আপডেট সময় : ১১:৪১:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

 

ঢাকা সিটি কলেজ, ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এলাকাবাসী ত্যাক্তবিরক্ত। এর জন্য প্রশাসন বিব্রতকর। তাই এই তিন কলেজের সংঘর্ষ থামাতে কঠোর বার্তা দিয়েছে প্রশাসন। বুধবার (২৩ এপ্রিল) ধানমন্ডি মডেল থানায় অনুষ্ঠিত জরুরি বৈঠকে কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ কর্মকর্তারা উচ্ছৃঙ্খল ছাত্রদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে টিসি (ট্রান্সফার সার্টিফিকেট) প্রদান এবং আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

জানা গেছে, বৈঠকে ৩ কলেজের অধ্যক্ষ, রমনা বিভাগের ডিসি, এডিসি, ধানমন্ডি জোনের এসি ও তিন থানার ওসি উপস্থিত ছিলেন। এসময়, শিক্ষার্থীদের মধ্যে বিরাজমান উত্তেজনা ও সংঘর্ষের কারণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। পরে সবার সম্মতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে বেশ কিছু সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

এরমধ্যে উল্লেখযোগ্য কিছু সিদ্ধান্ত হচ্ছে — উচ্ছৃঙ্খলতার সঙ্গে জড়িত বা চিহ্নিত ছাত্রদের তালিকা পুলিশের কাছে হস্তান্তর করা হবে। পুলিশ তাদের অভিভাবকদের ডেকে প্রথম দফায় সতর্ক করবে। এরপরও যদি তারা সংঘর্ষে জড়ায় তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শুধু তাই নয় বরং একটি কলেজ টিসি দিলে অন্য কোনো কলেজ যাতে সেই ছাত্রকে ভর্তি না করে, সে জন্য অধ্যক্ষরা একটি অভিন্ন নীতিমালাও প্রণয়ন করবেন।

জানা গেছে, পরিস্থিতি স্বাভাবিক ও সমন্বয়ের জন্য পুলিশ প্রশাসন এবং কলেজ প্রতিনিধিদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এছাড়া, সংঘর্ষ এড়াতে কলেজগুলো তাদের ক্লাসের সময়সূচি পুনর্বিন্যাস করবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি কয়েক দফায় ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। যার জেরে বুধবার ও বৃহস্পতিবার দুটি প্রতিষ্ঠানের ক্লাসই বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।