ঢাকা ০২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিতে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৩৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / ৫১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এএইচএফ কাপ হকিতে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার জাকার্তায় বৃষ্টির কারণে ম্যাচটি এক ঘন্টা দেরিতে শুরু হয়েছে। এর ফলে গ্রুপে তিন ম্যাচ জিতেছে। আগামীকাল বুধবার বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। এই ম্যাচের পর সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারণ হবে।

ম্যাচের প্রথম কোয়ার্টারে কোনো দলই গোল করতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারের ৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ইসলাম গোল করেন। ছয় মিনিট পর ক্রাইউচ ফিল্ড গোল করে খেলায় সমতা আনেন। ১-১ সমতা নিয়ে দুই দল ড্রেসিংরুমে ফেরে।

বিরতির পর খেলা শুরু হওয়ার মিনিট চারেকের মধ্যে আরশাদ হোসেন গোল করে আবার বাংলাদেশকে লিড এনে দেন। ম্যাচের বাকি ২৬ মিনিট দুই দলই গোলের চেষ্টা করেছে। কেউই গোল করতে না পারায় ২-১ স্কোরলাইনে শেষ হয় ম্যাচ। আরশাদের গোলটি বাংলাদেশের জয়সূচক হয়। যদিও ম্যাচ সেরার স্বীকৃতি পেয়েছেন আশরাফুল ইসলাম।

বাংলাদেশ আগের ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষেও কষ্টার্জিত জয় পেয়েছে। খেলা শেষ হওয়ার ২০ সেকেন্ড আগের গোলে জিতেছে। বাংলাদেশ বিগত সময়ে থাইল্যান্ড-ইন্দোনেশিয়াকে বেশ সহজে হারালেও এবার বেশ ঘাম ঝরাতে হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিতে বাংলাদেশ

আপডেট সময় : ০৯:৩৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

এএইচএফ কাপ হকিতে থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার জাকার্তায় বৃষ্টির কারণে ম্যাচটি এক ঘন্টা দেরিতে শুরু হয়েছে। এর ফলে গ্রুপে তিন ম্যাচ জিতেছে। আগামীকাল বুধবার বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে। এই ম্যাচের পর সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নির্ধারণ হবে।

ম্যাচের প্রথম কোয়ার্টারে কোনো দলই গোল করতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারের ৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ইসলাম গোল করেন। ছয় মিনিট পর ক্রাইউচ ফিল্ড গোল করে খেলায় সমতা আনেন। ১-১ সমতা নিয়ে দুই দল ড্রেসিংরুমে ফেরে।

বিরতির পর খেলা শুরু হওয়ার মিনিট চারেকের মধ্যে আরশাদ হোসেন গোল করে আবার বাংলাদেশকে লিড এনে দেন। ম্যাচের বাকি ২৬ মিনিট দুই দলই গোলের চেষ্টা করেছে। কেউই গোল করতে না পারায় ২-১ স্কোরলাইনে শেষ হয় ম্যাচ। আরশাদের গোলটি বাংলাদেশের জয়সূচক হয়। যদিও ম্যাচ সেরার স্বীকৃতি পেয়েছেন আশরাফুল ইসলাম।

বাংলাদেশ আগের ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষেও কষ্টার্জিত জয় পেয়েছে। খেলা শেষ হওয়ার ২০ সেকেন্ড আগের গোলে জিতেছে। বাংলাদেশ বিগত সময়ে থাইল্যান্ড-ইন্দোনেশিয়াকে বেশ সহজে হারালেও এবার বেশ ঘাম ঝরাতে হচ্ছে।