ঢাকা ০২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে ফের মারামারি,হামলা,ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • / ১২৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর ধানমন্ডি সংলগ্ন দুটি কলেজ বছরের পর বছর চিরশত্রুতায় রুপ নিয়েছে। প্রায় এ দুটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিবাদ,মারামারি,হামলা,ভাঙচুরের মতো কর্মকান্ড লেগেই থাকে। গেল বছরেও এ দু‘টি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ক্ষুদ্র একটি বিষয় নিয়ে তুলকালাম কান্ড ঘটে যায়। আজও একই অবস্থা বিরাজমান। এই দুই কলেজের শিক্ষার্থীদের মারামারি আর ভাঙচুরের ফরে সায়েন্স ল্যাবরেটরি,ধানমন্ডি এলাকায় দিয়ে সাধারণের চলাচলে চরম ভোগান্তি হয়। এতে ব্যাপক ক্ষয় ক্ষতিও হয়। এ থেকে যেন মুক্তির পথ যেন মিলছে না। স্থানীয়দের মতে, এ দুটি কলেজের প্রশাসন যদি শক্ত ভূমিকা রাখতে পারে তাহলে এধরনের অনভিপ্রেত ঘটনাগুলো থেকে সাধারণ জনগন মুুক্তি পেত। শিক্ষা প্রতিষ্ঠানগুলো এ জন্য ঘটনায় জড়িতেদের শাস্তি মূলক ব্যবস্থা নিতে পারলেই সব ঠিক হয়ে যাওয়ার কথা। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানেও প্রশাসনগুলোও যেন অন্ধ হয়ে আছে। এমন কি জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকেও বুদ্ধি ভিত্তিক প্রদক্ষেপ নেয়া জরুরী বলে ধানমন্ডি ও সায়েন্স ল্যাবরেটরি এলাকায় বসবাসকারিরা মনে করেন।

জানা যায় আজ ঢাকা সিটি কলেজে হামলা ও ভাঙচুর চালিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ঠিক কী কারণে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা কলেজের একদল শিক্ষার্থী সিটি কলেজে গিয়ে হামলা চালান। এসময় তারা কলেজ চত্বরে ভাঙচুর করেন।বর্তমানে সিটি কলেজের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছেন।
এর আগে সোমবার (২১ এপ্রিল) ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করেন সিটি কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনার ভিডিও ও তথ্য ঢাকা কলেজের বিভিন্ন ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়ে। এর জেরেই আজ সিটি কলেজে হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে ফের মারামারি,হামলা,ভাঙচুর

আপডেট সময় : ০১:১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

রাজধানীর ধানমন্ডি সংলগ্ন দুটি কলেজ বছরের পর বছর চিরশত্রুতায় রুপ নিয়েছে। প্রায় এ দুটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিবাদ,মারামারি,হামলা,ভাঙচুরের মতো কর্মকান্ড লেগেই থাকে। গেল বছরেও এ দু‘টি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ক্ষুদ্র একটি বিষয় নিয়ে তুলকালাম কান্ড ঘটে যায়। আজও একই অবস্থা বিরাজমান। এই দুই কলেজের শিক্ষার্থীদের মারামারি আর ভাঙচুরের ফরে সায়েন্স ল্যাবরেটরি,ধানমন্ডি এলাকায় দিয়ে সাধারণের চলাচলে চরম ভোগান্তি হয়। এতে ব্যাপক ক্ষয় ক্ষতিও হয়। এ থেকে যেন মুক্তির পথ যেন মিলছে না। স্থানীয়দের মতে, এ দুটি কলেজের প্রশাসন যদি শক্ত ভূমিকা রাখতে পারে তাহলে এধরনের অনভিপ্রেত ঘটনাগুলো থেকে সাধারণ জনগন মুুক্তি পেত। শিক্ষা প্রতিষ্ঠানগুলো এ জন্য ঘটনায় জড়িতেদের শাস্তি মূলক ব্যবস্থা নিতে পারলেই সব ঠিক হয়ে যাওয়ার কথা। কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানেও প্রশাসনগুলোও যেন অন্ধ হয়ে আছে। এমন কি জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকেও বুদ্ধি ভিত্তিক প্রদক্ষেপ নেয়া জরুরী বলে ধানমন্ডি ও সায়েন্স ল্যাবরেটরি এলাকায় বসবাসকারিরা মনে করেন।

জানা যায় আজ ঢাকা সিটি কলেজে হামলা ও ভাঙচুর চালিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। ঠিক কী কারণে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।

মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে ঢাকা কলেজের একদল শিক্ষার্থী সিটি কলেজে গিয়ে হামলা চালান। এসময় তারা কলেজ চত্বরে ভাঙচুর করেন।বর্তমানে সিটি কলেজের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছেন।
এর আগে সোমবার (২১ এপ্রিল) ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করেন সিটি কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনার ভিডিও ও তথ্য ঢাকা কলেজের বিভিন্ন ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়ে। এর জেরেই আজ সিটি কলেজে হামলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।