পাকিস্তানের কাছে হেরেও বিশ্বকাপের টিকিট পেয়ে হাসিমুখে মাঠ ছাড়লেন ট্রাইগ্রেসরা

- আপডেট সময় : ১২:৫২:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
- / ৪০ বার পড়া হয়েছে
পাকিস্তানের কাছে হারের শঙ্কাটা আগে থেকেই ছিলো। শেষ পর্যন্ত তাই হলো, নিজেদের ঘরের মাঠে পাক নারী ক্রিকেটাররা জ্যোতিদের ৭ উইকেটের বড় ব্যবধানে হারালো। তবে শেষ এই ম্যাচের হারে বাংলাদেশের নারী ক্রিকেটাররা বিশ্বকাপ থেকে ছিটকে যায়নি। তাদের রক্ষা করেছে থাইল্যান্ড।
শনিবার একই দিন থাইল্যান্ড লড়েছিলো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। যদিও ম্যাচটিতে থাই মেয়েরা জিততে পারেনি। কিন্তু প্রতিপক্ষের সামনে ১৬৬ রানের বড় লক্ষ্য দাঁড় করিয়ে দিয়ে বাংলাদেশের জন্য সুযোগ তৈরি করে দিয়েছে তারা।
আগের ম্যাচে ক্যারিবীয় নারী দলটি বাংলাদেশকে হারিয়ে সম্ভাবনা তৈরি করলেও আজ সেই স্বপ্ন ভেস্তে যায় সমীকরণের মার-প্যাচে। কারণ বিশ্বকাপের টিকিট পেতে হলে ক্যারিবীয় নারীদের বিজয়ের সমীকরণটা ছিলো ৯.৬ ওভারে জয়ের লক্ষ্যে পৌছানো। কিন্তু সে লক্ষ্য ছুঁতে পারেনি তারা। ১০.৫ ওভারে ১৬৮ রান করে ম্যাচ জিতেও হতাশায় মাঠ ছেড়েছেন তারা।
তারআগে পাকিস্তানের কাছে হারের পর বাংলাদেশের নেট রানরেট নেমে দাঁড়ায় ০.৬৪–এ। বিপরীতে ওয়েস্ট ইন্ডিজের রানরেট ক্তখন -০.২৮। ফলে নেট রানরেটে এগিয়ে থেকে বাংলাদেশ চলে গেল নারী বিশ্বকাপের মূলপর্বে। কারণ এই ম্যাচের পর ওয়েস্ট ইন্ডিজ নারীদের নেট রানরেট দাঁড়ায় ০.৬৩। আর বাংলাদেশের নেট রানরেট ০.৬৪।
ম্যাচ হেরেও তাই জ্যোতিরা স্বস্তিতে ফিরেছেন টিম হোটেলে। তবে হতাশা শুধু কোয়ালিফায়ার বড় দুটি দলের কাছেই পরাজিত হওয়া। তবুও দলটির সবাই যেন হাঁফ ছেড়ে বেঁচেছেন,এটা বেশ পরিস্কার। কারণ বিশ্বকাপের টিকিট পাওয়ার স্বপ্ন নিয়েই গিয়ে পাকিস্তানে বিশ্বকাপের কোয়ালিফায়ার খেলতে গিয়েছিলেন ট্রাইগ্রেসরা। আপাতত সে লক্ষ্য তাদের পূরণ হয়েছে।
কোয়াফায়ার রাউন্ড থেকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশও ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ পেলো।