ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

অভিনয় থেকে প্রেম অতপর বিয়ে

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৪:২২ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • / ৪৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছোট পর্দার দুই তারকা অভিনেতা জামিল হোসেনও অভিনেত্রী মুনমুন আহমেদ মুন। নোয়াখালী আঞ্চলিক ভাষায় এই দুই তারকার নাটকটি বেশ জমে ‍উঠেছিলো। একজন ড্রাইভার,অন্যজন কাজের মেয়ে। সর্বদা মুখোমুখি সংঘর্ষ লেগেই থাকে। সেই জুটিই কিনা শেষ প্রেমের বন্ধনে আটকা পড়ে বিয়ের পীড়িতে বসে পড়েছেন। একে অপরের জীবন সঙ্গীনি হয়ে পড়েছেন। না এবার কিন্তু নাটক নয়,সত্যিকারের বিয়ে করে ফেলেছেন পরস্পর। চলতি মাসের শুরুতেই ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী সারাটা জীবন এক সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।  বলা চলে এখন তাদের এক মাসের সংসার জীবন চলমান।

কিভাবে হলো সম্পর্কটা? এমন কৌতুহল ছোট পর্দার দর্শকদের থাকছেই। মুন ছটপট জানিয়ে দিলেন নিজের প্রেমের সকল গোপন তথ্য। জুটিতে এক সঙ্গে অনেকগুলো কাজ করেছেন দুজন। সেখান থেকে পরিচয়, অতপর ভালো লাগা এবং ভালোবাসা।

অভিনেত্রী বলেন, ‘আমরা একে অন্যেকে আপনি করে বলতাম। একদিন জামিল এসে বললো, আপা চলেন প্রেম করি। প্রথমে মনে হয়েছিল, না কেনো! পরে অবশ্য নিজেই রাজি হয়ে গিয়েছি।’

জামিলকে পছন্দ করার কারণ হিসেবে মুনমুন বলেন, ‘মীরাক্কেলে জামিলের অভিনয় দেখতাম। তখন থেকেই ভালো লাগা ছিল। এরপর একসঙ্গে কাজ করতে গিয়েও মনে হয়েছে, মানুষটা ভীষণ জেন্টেলম্যান….।’

জানা গেছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে বিবিএ বিষয়ে স্নাতক সম্পন্ন করেন মুনমুন। ঢাকাতেই বেড়ে ওঠা এই অভিনেত্রী ২০১৭ সালে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমিয়েছিলেন মালয়েশিয়াতে; সেখানে মাহশা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন তিনি।

বিজ্ঞাপনে মডেল হয়ে পরিচিতি পেয়েছিলেন মুনমুন। কাজ করেছেন ১৫টিরও বেশি বিজ্ঞাপনে। এর বাইরেও তাকে দেখা গিয়েছে নাটকে। এর মধ্যে অল্প দিনেই টেলিভিশন নাটকে সাবলীল অভিনয় দিয়ে নিজেকে চিনিয়েছেন। জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে।

শুধু বিজ্ঞাপন ও নাটকে সীমাবদ্ধ থাকেননি মুন। ‘কাগজ’ নামের একটি সিনেমাতেও অভিনয় করেছেন। তবে সিনেমায় কাজের সুযোগ অনেক আগে থেকে পেলেও তিনি একটু ভাবার সময় নিয়েছিলেন। অন্যদিকে, মীরাক্কেল দিয়ে উঠে আসা জামিল আহমেদ নাটক, বিজ্ঞাপন, ওয়েব সিরিজে চুটিয়ে কাজ করছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অভিনয় থেকে প্রেম অতপর বিয়ে

আপডেট সময় : ১১:৫৪:২২ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

ছোট পর্দার দুই তারকা অভিনেতা জামিল হোসেনও অভিনেত্রী মুনমুন আহমেদ মুন। নোয়াখালী আঞ্চলিক ভাষায় এই দুই তারকার নাটকটি বেশ জমে ‍উঠেছিলো। একজন ড্রাইভার,অন্যজন কাজের মেয়ে। সর্বদা মুখোমুখি সংঘর্ষ লেগেই থাকে। সেই জুটিই কিনা শেষ প্রেমের বন্ধনে আটকা পড়ে বিয়ের পীড়িতে বসে পড়েছেন। একে অপরের জীবন সঙ্গীনি হয়ে পড়েছেন। না এবার কিন্তু নাটক নয়,সত্যিকারের বিয়ে করে ফেলেছেন পরস্পর। চলতি মাসের শুরুতেই ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী সারাটা জীবন এক সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।  বলা চলে এখন তাদের এক মাসের সংসার জীবন চলমান।

কিভাবে হলো সম্পর্কটা? এমন কৌতুহল ছোট পর্দার দর্শকদের থাকছেই। মুন ছটপট জানিয়ে দিলেন নিজের প্রেমের সকল গোপন তথ্য। জুটিতে এক সঙ্গে অনেকগুলো কাজ করেছেন দুজন। সেখান থেকে পরিচয়, অতপর ভালো লাগা এবং ভালোবাসা।

অভিনেত্রী বলেন, ‘আমরা একে অন্যেকে আপনি করে বলতাম। একদিন জামিল এসে বললো, আপা চলেন প্রেম করি। প্রথমে মনে হয়েছিল, না কেনো! পরে অবশ্য নিজেই রাজি হয়ে গিয়েছি।’

জামিলকে পছন্দ করার কারণ হিসেবে মুনমুন বলেন, ‘মীরাক্কেলে জামিলের অভিনয় দেখতাম। তখন থেকেই ভালো লাগা ছিল। এরপর একসঙ্গে কাজ করতে গিয়েও মনে হয়েছে, মানুষটা ভীষণ জেন্টেলম্যান….।’

জানা গেছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে বিবিএ বিষয়ে স্নাতক সম্পন্ন করেন মুনমুন। ঢাকাতেই বেড়ে ওঠা এই অভিনেত্রী ২০১৭ সালে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমিয়েছিলেন মালয়েশিয়াতে; সেখানে মাহশা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন তিনি।

বিজ্ঞাপনে মডেল হয়ে পরিচিতি পেয়েছিলেন মুনমুন। কাজ করেছেন ১৫টিরও বেশি বিজ্ঞাপনে। এর বাইরেও তাকে দেখা গিয়েছে নাটকে। এর মধ্যে অল্প দিনেই টেলিভিশন নাটকে সাবলীল অভিনয় দিয়ে নিজেকে চিনিয়েছেন। জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে।

শুধু বিজ্ঞাপন ও নাটকে সীমাবদ্ধ থাকেননি মুন। ‘কাগজ’ নামের একটি সিনেমাতেও অভিনয় করেছেন। তবে সিনেমায় কাজের সুযোগ অনেক আগে থেকে পেলেও তিনি একটু ভাবার সময় নিয়েছিলেন। অন্যদিকে, মীরাক্কেল দিয়ে উঠে আসা জামিল আহমেদ নাটক, বিজ্ঞাপন, ওয়েব সিরিজে চুটিয়ে কাজ করছেন।