ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ভূমির মালিকদের বিধি মোতাবেক ভবন নির্মাণের আহবান, না মানলে ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৫৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
  • / ৪৩ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ অপরিকল্পিত ভবন নির্মান। সম্প্রতি রাজধানী উন্নয়ন কতৃপক্ষের নকশা ও অনুমোদহীনভাবে ভবন নির্মিত হচ্ছে। এতে পরিকল্পিত নগর গঠনে ব্যহত হওয়ার পাশাপাশি ভূমির সুষ্ঠ ব্যবহার হচ্ছে না। তাই বিধি মোতাবেক ভবন নির্মাণের লক্ষ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন এলাকার জমি ও প্লট মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজউকের আওতাধীন এলাকায় বর্তমানে নির্মাণাধীন ভবনে নকশার ব্যত্যয় ও অনুমোদনবিহীন নির্মাণ রোধে আন্তঃমন্ত্রণালয় সভায় এই আহ্বান জানানো হয়। রাজউকের অনুরোধপত্রের প্রেক্ষিতে আজ সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় রাজউকের আওতাধীন এলাকায় বর্তমানে নির্মাণাধীন ভবনের নকশার ব্যত্যয় ও অনুমোদনবিহীন ভবন নির্মাণ রোধে নোটিশ প্রদান, নির্মাণ কাজ বন্ধ, মোবাইল কোর্ট পরিচালনা করা ও জরিমানা করা হবে বলে জানানো হয়। সতর্ক করার পরেও নির্মাণ কাজ অব্যাহত রাখলে, প্রয়োজনে নির্মাণাধীন ভবনের পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হবে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম-এর সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন রাজউক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিদ্যুৎ বিভাগ, স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধিরা।

সভায় বাংলাদেশ পল্লিবিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান, ডিপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, ডেসকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির ব্যবস্থাপনা পরিচালক প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভূমির মালিকদের বিধি মোতাবেক ভবন নির্মাণের আহবান, না মানলে ব্যবস্থা

আপডেট সময় : ০৫:৫৮:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ অপরিকল্পিত ভবন নির্মান। সম্প্রতি রাজধানী উন্নয়ন কতৃপক্ষের নকশা ও অনুমোদহীনভাবে ভবন নির্মিত হচ্ছে। এতে পরিকল্পিত নগর গঠনে ব্যহত হওয়ার পাশাপাশি ভূমির সুষ্ঠ ব্যবহার হচ্ছে না। তাই বিধি মোতাবেক ভবন নির্মাণের লক্ষ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন এলাকার জমি ও প্লট মালিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজউকের আওতাধীন এলাকায় বর্তমানে নির্মাণাধীন ভবনে নকশার ব্যত্যয় ও অনুমোদনবিহীন নির্মাণ রোধে আন্তঃমন্ত্রণালয় সভায় এই আহ্বান জানানো হয়। রাজউকের অনুরোধপত্রের প্রেক্ষিতে আজ সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় রাজউকের আওতাধীন এলাকায় বর্তমানে নির্মাণাধীন ভবনের নকশার ব্যত্যয় ও অনুমোদনবিহীন ভবন নির্মাণ রোধে নোটিশ প্রদান, নির্মাণ কাজ বন্ধ, মোবাইল কোর্ট পরিচালনা করা ও জরিমানা করা হবে বলে জানানো হয়। সতর্ক করার পরেও নির্মাণ কাজ অব্যাহত রাখলে, প্রয়োজনে নির্মাণাধীন ভবনের পানি, বিদ্যুৎ ও গ্যাস সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হবে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম-এর সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন রাজউক চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বিদ্যুৎ বিভাগ, স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধিরা।

সভায় বাংলাদেশ পল্লিবিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান, ডিপিডিসি’র ব্যবস্থাপনা পরিচালক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, ডেসকো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির ব্যবস্থাপনা পরিচালক প্রমুখ উপস্থিত ছিলেন।