পরিবহনে শ্রমিকদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

- আপডেট সময় : ০৬:৪৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
- / ৪২ বার পড়া হয়েছে
পরিবহনে শ্রমিক দল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগটি উঠেছে ঢাকার আশুলিয়ায়। পরিবহন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা না পেয়ে পরিবহন মালিক আব্দুস সাত্তার নামক একজন ব্যবসায়কে মারধরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে আশুলিয়ার সোনামিয়া মার্কেট এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়,সকাল সাড়ে নয়টার দিকে ঘটনাটি ঘটেছে।
ভুক্তভোগী আব্দুসসাত্তার গণমাধ্যমকে জানান, আমিও আব্দুর রহমান ও আমি দীর্ঘ দিন যাবত আশুলিয়া এলাকায় অংশীদারত্বের মাধ্যমে কাভার্ড ভ্যানের ব্যবসা করি। গত কয়েকদিন যাবত ধামসোনা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জয়নাল আবেদিন, তার সহযোগী সাবেক যুবলীগ এবং বর্তমানে যুবদলের কর্মী শাহিন ও আওলাদ হোসেন আমাদের কাছে মাসিক ২০ হাজার টাকা হারে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় শ্রমিক দল সভাপতি জয়নালের নেতৃত্বে জয়নালসহ শাহীন, আওলাদ এবং আরও কয়েকজন আমাকে এলোপাথাড়ি মারধর করে। সেই সময় অন্যদের পাশাপাশি জয়নাল আমাকে ইট দিয়ে বেশ কয়েকবার মাথায় আঘাত করে।
‘মারধরের পর তারা আমার কাছে থাকা ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে’, বলেন তিনি।
এই ব্যবসায়ী আরও জানান, চাঁদা না দিলে শ্রমিক দল নেতা জয়নাল ও তার সহযোগীরা তাকে ব্যবসা করতে না দেওয়ার পাশাপাশি এলাকা ছাড়া করার হুমকিও দেয়।
‘এ ঘটনায় আমার পার্টনার আব্দুর রহমান বাদী হয়ে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন’, বলেন আব্দুস সাত্তার। ভুক্তভোগী পরিবহন ব্যবসায়ীকে মারধরের কয়েকটি সিসিটিভি ফুটেজও গণমাধ্যমকে দেখানো হয়।
ফুটেজে দেখা যায়, একটি রাস্তার ওপর কয়েকজন লোক দাঁড়িয়ে আছেন। সেখানে আব্দুস সাত্তার উপস্থিত হতেই এক ব্যক্তি তাকে লাথি-কিল-ঘুষি মারতে শুরু করেন। এর পরপরই সেখানে উপস্থিত আরেক ব্যক্তি সড়কের পাশ থেকে কিছু একটা উঠিয়ে সাত্তারের মাথায় আঘাত করতে থাকেন। তাদের মধ্যে উপস্থিত একজনকে অন্যদের নিবৃত করার চেষ্টা করতে দেখা যায়।
যদিও পরবরর্তীতে আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জয়নাল আবেদীন এ ঘটনার সত্যতা অস্বীকার করেন। উল্টো অভিযোগকারীদের বিরুদ্ধে তিনি আওয়ামী লীগের তকমা লাগিয়ে দেয়া হয়, তারা আওয়ামী লীগ।
পরিবহন ব্যবসায়ীকে মারধরের বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, বিষয়টি আমরা জেনেছি। দুই পক্ষই মারধরের অভিযোগ করেছেন। বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।