গণতন্ত্র প্রতিষ্ঠায় দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানালেন খালেদা জিয়া

- আপডেট সময় : ০৪:৫৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
- / ৪৩ বার পড়া হয়েছে
রমজানের আগে সুচিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। লন্ডনে ওঠেন নিজ সন্তান তারেক রহমানের বাসায়। যদিও মাঝখানে হাসপালে রাখা হয়েছিলো। কিন্তু বাসায় থেকে চিকিৎসা করানোর ব্যবস্থা হওয়ায় আছেন তারেক রহমানর বাসায়। ২০০৭ এর এক এগারোর দু:শাসনের সময় দেশত্যাগে বাধ্য হয়েছিলেন তারেক রহমান। এরপর ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনকাল চলে দীর্ঘ প্রায় সতের বছর। সে থেকে খালেদা জিয়া ও তারেক রহমান দুই মেরুতে অবস্থান করেন। এরই মধ্যে দুনিয়া ছেড়ে চলে যান কোকো। জেল জুলুম অত্যাচারে থেকে অসুস্থ্য হয়ে পড়া খালেদা জিয়া মৃত্যু পথযাত্রী হয়ে ওঠেন। বহু আকুল আবেদনেও হাসিনা সরকারের বরফ গলেনি। অবশেষে জুলাই-আগস্ট আন্দোলনে হাসিনা সরকারের পতনের পর মুক্তি হয় রাজনীতি’র, মুক্ত হন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
বহুদিন পর ছেলের সাথে এবারের ঈদটা উদযাপন করেছেন তিনি। সেখান থেকেই দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বেগম জিয়া। আর দেশের এই সময়টাতে দলের সকল নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আবহববান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। সোমবার রাতে দলের শীর্ষ নেতাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই আহ্বান জানান। এ তথ্যটি জানান, মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আবেগে আপ্লুত হয়েছেন দীর্ঘদিন পর এভাবে সবাইকে দেখতে পেয়ে। তিনি বলেছেন, আপনাদের এত ত্যাগ সংগ্রাম বৃথা যায়নি এবং যাবে না। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরস্পর পরস্পরকে সহযোগিতা করবেন।
বেগম খালেদা জিয়া বলেন, দেশবাসীর যে ভোটের অধিকার তার জন্য সবাইকে মিলে প্রতিষ্ঠিত করতে হবে। বিএনপি চেয়ারপারসন বলেন, দেশবাসীকে আমার ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করছি।