জ্ঞান ফেরার পর ভক্তদের বার্তা দিলেন তামিম ইকবাল

- আপডেট সময় : ০৭:৪৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
- / ৪৮ বার পড়া হয়েছে
জীবনের কঠিনতম পরিস্থিতির সাথে লড়াই করে ফিরে এসেছেন বাংলাদেশ ক্রিকেট তারকা তামিম ইকবাল। দুই দু’বার হার্ট অ্যাটাক করায় ছিলনা বেঁচে উঠার সম্ভাবনা। বন্ধ হয়ে গিয়েছিল হৃদ স্পন্দন। পরবর্তীতে হার্টে ব্লক ধরা পড়ায় পরানো হয় রিং, চিকিৎসকরা বলছিলেন তিনি পুরোপুরি ঝুঁকিমুক্ত নন। তবুও চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা এবং মানুষের ভালোবাসায় যেন সারা দিলেন আল্লাহ তায়ালা। । আজ সকাল হতে সেই শঙ্কা অনেকটাই কাটিয়ে উঠেছেন তামিম। মৃত্যুকে অতি নিকট থেকে অনুভব করে তিনি এবার শুভাকাঙ্খিদের উদ্দেশ্যে দিয়েছেন বার্তা ।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মানুষদের একে অপরকে ভালোবেসে, পরস্পরের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক যখন মৃত্যুর মুখে, সেই সময় উঠে আসে তার অতীতে করা মানুষের জন্য কিছু সহায়তার ঘটনা । তেমনই এক ঘটনা উল্লেখ করে তামিম লিখেছেন, ‘দুই বছর আগে এই রোজার সময়েই অনুপের কাছে গিয়েছিলাম। সেদিন জানতে পারলাম, অনুপের বাবা ৪ বছরেও হার্টের অপারেশন করতে পারেননি।’
তিনি আরও লিখেন, ‘হৃদয়ের স্পন্দনই আমাদের বাঁচিয়ে রাখে। কিন্তু এই স্পন্দন যে কোনো ঘোষণা না দিয়েই থেমে যেতে পারে— এই কথাটি আমরা বারবার ভুলে যাই। গতকাল দিনটি শুরু করার সময় কি আমি জানতাম, আমার সাথে কী হতে যাচ্ছে?’
মানুষের ভালোবাসার কথা স্মরণ করে তামিম বলেন, ‘আল্লাহতা’আলার অশেষ রহমত আর সকলের দোয়ায় আমি ফিরে এসেছি। আমার সৌভাগ্য, এই বিপদের সময়ে আমি পাশে কিছু অসাধারণ মানুষকে পেয়েছিলাম, যাদের বিচক্ষণতা ও আপ্রাণ প্রচেষ্টায় আমি এই সংকট কাটিয়ে ফিরে এসেছি।’
সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়ে চেয়েছেন নিজের এবং পরিবারের জন্য দোয়া। সর্বশেষ ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেন, ‘আপনাদের ভালোবাসা ছাড়া আমি তামিম ইকবাল কিছুই না’,