হামজা চৌধুরী এখন বাংলাদেশে,প্রত্যাশা ভারত বধের

- আপডেট সময় : ০১:১০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
- / ১১২ বার পড়া হয়েছে
চারিদিকে ক্যামেরা। মানুষ আর মিডিয়া কর্মীতে ঠাসাঠাসি। লন্ডন থেকে আগত হামজা চৌধুরীকে বরণ করতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এই ছিলো পরিস্থিতি। সকল ভীড় ঠেলে বাইরে এলেন হামজা। তাকে স্বাগত জানাতে তুমুল করোতালিতে মুখরিত ছিলো বিমান বন্দর। আসলেন মিডিয়ার সামনে হালকা সিলেটি ভাষা আর ইংরেজী মিশ্রনে কথা বলেছেন। জানিয়েছেন বাবার দেশ,মাতৃভূমিতে ফুটবলা খেলার পিছনের গল্প। পাশে থাকা বাবার যেন গর্বে বুক ভরে গেছে। এর আগে বহুবার সিলেটে এসেছিলেন। কিন্তু কখনোই জানতেও পারেনি হামজার বাবাকে। এবার বুঝিয়ে দিলেন না, তিনি সাধারণ কোন লোক নন, ইংলিশ লিগে বাজিমাত করা হামজা চৌধুরীর বাবা।
সোমবার সকালে সিলেট বিমানবন্দরে তিনি হামজা মিডিয়ার অনেক কথার উত্তর দিয়েছেন। কোন বাড়তি কথা বলতে শোনা যায়নি সর্বক্ষনিক হাশিখুশিতে থাকা শেফিল্ড ইউনাইটেড এর হয়ে খেলুড়ে হামজা। প্রত্যেক কথার উত্তর দিয়েছেন হাসতে হাসতে। যে বাংলা বুজতে অসুবিধা হয়েছে পাশা থাকা বাবার কাছ থেকে বুজে নিয়ে দিয়েছেন উত্তর।