রোহিঙ্গাদের আগামী ঈদ মায়ানমারেই করার চেষ্টা চালাচ্ছেন প্রধান উপদেষ্টা ড.ইউনুস

- আপডেট সময় : ১২:৫১:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
- / ১১৬ বার পড়া হয়েছে
রোহিঙ্গারা যেন আগামী বছর ঈদ মিয়ানমারে উদযাপন করতে পারেন সেই চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারের উখিয়ায় শরণার্থী শিবিরে প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। এই ইফতারে প্রধান উপদেষ্টার সঙ্গে সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও অংশগ্রহণ করেন।
ড. ইউনূস জানিয়েছেন, রোহিঙ্গারা যেন আগামী বছর মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের নিজ বাড়িতে ফিরে গিয়ে ঈদ উদযাপন করতে পারেন সে লক্ষ্যে জাতিসংঘের সঙ্গে সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়ে যাবেন।
এদনি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতারেসের সঙ্গে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে সফর করেন। তিনি আন্তোনিওকে জানিয়েছেন রোহিঙ্গারা আর কারো বোঝা হয়ে থাকতে চায় না। তারা তাদের দেশে ফিরে যেতে চায়।
ড. ইউনূস বলেন, ‘রোহিঙ্গারা আকুতি জানিয়ে বলেছেন যে, “আমাদের জায়গা জমি আছে সেখানে। আমরা কিছু করে খেতে পারি সেখানে। আমাদের দেশে থাকতে দেওয়া হয়নি বলেই আমরা এখানে আসছি”।’
‘আমরা কারও বোঝা হতে চাই না। আপনাদের কাছে অনুরোধ, আপনারা তাদের বোঝান যেন যত তাড়াতাড়ি সম্ভব আমাদের নিজ দেশে ফেরত নেওয়া হয়, আমরা কারও বোঝা হতে চাই না। আমরা আমাদের ব্যবস্থা করতে পারব।’
ড. ইউনুস আরও বলেন, ‘রোহিঙ্গারা অনুরোধ করেছেন যেন তাদের এই বার্তাটি মিয়ানমারের কাছে পৌঁছে দেওয়া হয়, যেন তাদের দ্রুত ফেরত নেওয়া হয়।’ ‘তারা তাদের এই কথা দুনিয়ার মানুষকে জানাতে চায়,’ বলেন তিনি।