পড়া লেখার পাশাপাশি নেটওয়ার্কিংও গুরুত্বপূর্ণ

- আপডেট সময় : ০১:৩৯:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫
- / ৭৫ বার পড়া হয়েছে
ভালো ফলাফল করা কিংবা পড়া লেখা শেষে করণীয় বিষয় নিয়ে ভাবনা চলে আসাই স্বাভাবিক। ধরুন একজন মাধ্যমিক শিক্ষার্থী ভালো ফলাফল করেছে। কিন্তু তার কোন উপায় জানা নেই। সে কোথায় ভর্তি হবো,কি ভাবে ভর্তি হবো, কোথায় কেমন সুবিধাদি রয়েছে। এ বিষয়গুলো জানাটা খুবই জরুরী। আবার দেখা যায়, আন্ডারগ্র্যাজুয়েট শেষে অনেক শিক্ষার্থীরই প্রশ্ন, ইন্টার্নশিপ কোন প্রতিষ্ঠানে করব? যদিও অনেকেরই নির্দিষ্ট পছন্দ থাকে, কিন্তু সেখানে আবেদনের প্রক্রিয়া বা যোগাযোগ কীভাবে করবে, এ নিয়ে সংকোচ থাকছেই। এর কারণ হলো, অনেকেই শিক্ষার কারুকুলামকে শুধু শ্রেণিকক্ষকেন্দ্রিক মনে করেন।
তাই বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীর অন্যতম কাজ হলো বিভিন্ন বিষয়ের অভিজ্ঞ যারা আছেন, তাদের সঙ্গে যোগাযোগ কিংবা নেটওয়ার্কিং গড়ে তোলা। যেই বিভাগেই পড়াশোনা করা হোক না কেন, সেই বিভাগের অ্যালামনাই, নির্দিষ্ট বিষয়ের এক্সপার্ট বা অভিজ্ঞ যারা আছেন, তাদের সঙ্গে যোগাযোগ রাখাটা প্রয়োজনীয়। এতে নিজের ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে যেমন সচেতন হওয়া যায়, একই সঙ্গে ইন্টার্নশিপসহ খণ্ডকালীন কিছু কাজেরও সুযোগ হয়ে যায়।