ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নারী বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ নারী দল ঘোষনা

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৫৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • / ৭৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের লাহোরে আগামী ৫-১৯ এপ্রিল নারী বিশ্বকাপ ২০২৫ এর বাছাই পর্ব শুরু হবে।যেখানে কিছুদিন আগে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থতার পরিচয় দিয়েছিলো বাংলাদেশের পুরুষ দল। এবার সেখানেই খেলতে যাচ্ছেন নিগার সুলতানারা। এ লক্ষ্যে ট্রাইগ্রেসরা দেশ ছাড়বেন আগামী ৩ এপ্রিল। এ উপলক্ষ্যেেআজ দল ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

এই দলে নতুন মুখ হচ্ছেন ইশমা তানজিম। ৪ টি-টুয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে।  এদিকে, গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডে সিরিজ জিততে পারলে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেত বাংলাদেশ নারী দল। কিন্তু ২-১ ব্যবধানে হেরে যাওয়ায় তারা সেই সুযোগ হাতছাড়া করে। ফলে পর্বে উঠতে জ্যোতিদের খেলতে হচ্ছে বাছাইপর্ব।

পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত। তাদের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া মেয়েদের এই মেগা প্রতিযোগিতায় অংশ নেবে মোট ৮টি দল। যেখানে নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্টের ভিত্তিতে সরাসরি কোয়ালিফাই করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। আর স্বাগতিক হওয়ায় সরাসরি খেলা নিশ্চিত ভারতের।

এই ছয় দলের বাইরে বাকি দুটি দল আসবে বাছাইপর্ব থেকে। সেখানে ৬টি দল অংশ নেবে। বাছাইপর্বে খেলবে বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ড। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে সবাই সবার বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। শীর্ষ দুই দল খেলবে মূল পর্বে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নারী বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ নারী দল ঘোষনা

আপডেট সময় : ১০:৫৭:৩৭ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫

পাকিস্তানের লাহোরে আগামী ৫-১৯ এপ্রিল নারী বিশ্বকাপ ২০২৫ এর বাছাই পর্ব শুরু হবে।যেখানে কিছুদিন আগে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যর্থতার পরিচয় দিয়েছিলো বাংলাদেশের পুরুষ দল। এবার সেখানেই খেলতে যাচ্ছেন নিগার সুলতানারা। এ লক্ষ্যে ট্রাইগ্রেসরা দেশ ছাড়বেন আগামী ৩ এপ্রিল। এ উপলক্ষ্যেেআজ দল ঘোষনা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

এই দলে নতুন মুখ হচ্ছেন ইশমা তানজিম। ৪ টি-টুয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে।  এদিকে, গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডে সিরিজ জিততে পারলে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পেত বাংলাদেশ নারী দল। কিন্তু ২-১ ব্যবধানে হেরে যাওয়ায় তারা সেই সুযোগ হাতছাড়া করে। ফলে পর্বে উঠতে জ্যোতিদের খেলতে হচ্ছে বাছাইপর্ব।

পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারত। তাদের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া মেয়েদের এই মেগা প্রতিযোগিতায় অংশ নেবে মোট ৮টি দল। যেখানে নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্টের ভিত্তিতে সরাসরি কোয়ালিফাই করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। আর স্বাগতিক হওয়ায় সরাসরি খেলা নিশ্চিত ভারতের।

এই ছয় দলের বাইরে বাকি দুটি দল আসবে বাছাইপর্ব থেকে। সেখানে ৬টি দল অংশ নেবে। বাছাইপর্বে খেলবে বাংলাদেশ, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ড। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে সবাই সবার বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। শীর্ষ দুই দল খেলবে মূল পর্বে।