ঢাকা ০২:০২ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিশ্বজুনিয়র দাবায় আশার আলো দেখাচ্ছেন তাহসিন

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫
  • / ৭৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্ব জুনিয়র দাবায় আশার আলো দেখাচ্ছেন তাহসিন তাজওয়ার জিয়া। বাংলাদেশের এই ফিদে মাস্টার সোমবার হারিয়ে দিয়েছেন  আজারবাইজানের আন্তর্জাতিক মাস্টার তালিবভকে। কালো ঘুটি নিয়ে ২৪৩১ রেটিংধারীকে হারিয়ে তাহসিন আরেকটি আন্তর্জাতিক মাস্টার নর্মের সম্ভাবনা উজ্জ্বল করেছেন। চলমান বিশ্ব জুনিয়র দাবায় তার পারফরম্যান্স রেটিং এখন ২৪৩৯।

আন্তর্জাতিক মাস্টার নর্মের জন্য ২৪৫০ পারফরম্যান্স রেটিং পয়েন্ট প্রয়োজন। আজ অস্টম রাউন্ডে তাহসিন মেক্সিকোর আন্তর্জাতিক মাস্টার মেদিনার মুখোমুখি হবেন। ২৫০১ রেটিংধারী মেক্সিকান দাবাড়ুকে হারালে তাহসিনের পারফরম্যান্স রেটিং ২৫০০ অতিক্রম করবে। সেক্ষেত্রে বাকি দুই রাউন্ডে তিনি হার এড়ালেই যথেষ্ট হবে।

তাহসিন প্রথম রাউন্ড ওয়াকওভার পাওয়ায় তার দশম রাউন্ড পর্যন্ত অপেক্ষা করতে হবে নর্ম নিশ্চিত হওয়ার জন্য। এগারো রাউন্ডের খেলা হওয়ায় দশম রাউন্ডে শর্ত পূরণ না হলে এগারো রাউন্ডেও সুযোগ থাকবে তাহসিনের। তিনি প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের একমাত্র সন্তান।

তাহসিন দুই বছর আগে ঢাকায় অনুষ্ঠিত জোনাল দাবায় একটি আই নর্ম পেয়েছিলেন। মন্টেনিগ্রোতে আরেকটি নর্ম আসলে আন্তর্জাতিক মাস্টার হতে তার আরেকটি নর্ম লাগবে। তিন নর্ম পূরণের পাশাপাশি রেটিং ২৪০০ হলে আন্তর্জাতিক মাস্টারের স্বীকৃতি মিলে। দাবার সর্বোচ্চ খেতাব গ্র্যান্ডমাস্টারের পরের ধাপই আন্তর্জাতিক মাস্টার।

বিশ্ব জুনিয়র দাবায় খেলছেন বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন মনন রেজা নীড়ও। ফিদে মাস্টার তাহসিন আন্তর্জাতিক মাস্টার নর্মের সম্ভাবনা উজ্জ্বল করলেও নীড় জিএম নর্ম পাওয়ার মতো খেলতে পারেননি। উল্টো কম রেটিংধারীদের বিপক্ষে পয়েন্ট হারানোয় রেটিং পয়েন্ট কমার সম্ভাবনাই বেশি। গতকাল সপ্তম রাউন্ডে ড্র করে নীড় সাত খেলায় সাড়ে তিন পয়েন্ট নিয়ে ৮৭ তম স্থানে। সমান খেলায় তাহসিন ৫ পয়েন্ট পেয়ে ১৩ তম স্থানে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্বজুনিয়র দাবায় আশার আলো দেখাচ্ছেন তাহসিন

আপডেট সময় : ০৪:২৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫

বিশ্ব জুনিয়র দাবায় আশার আলো দেখাচ্ছেন তাহসিন তাজওয়ার জিয়া। বাংলাদেশের এই ফিদে মাস্টার সোমবার হারিয়ে দিয়েছেন  আজারবাইজানের আন্তর্জাতিক মাস্টার তালিবভকে। কালো ঘুটি নিয়ে ২৪৩১ রেটিংধারীকে হারিয়ে তাহসিন আরেকটি আন্তর্জাতিক মাস্টার নর্মের সম্ভাবনা উজ্জ্বল করেছেন। চলমান বিশ্ব জুনিয়র দাবায় তার পারফরম্যান্স রেটিং এখন ২৪৩৯।

আন্তর্জাতিক মাস্টার নর্মের জন্য ২৪৫০ পারফরম্যান্স রেটিং পয়েন্ট প্রয়োজন। আজ অস্টম রাউন্ডে তাহসিন মেক্সিকোর আন্তর্জাতিক মাস্টার মেদিনার মুখোমুখি হবেন। ২৫০১ রেটিংধারী মেক্সিকান দাবাড়ুকে হারালে তাহসিনের পারফরম্যান্স রেটিং ২৫০০ অতিক্রম করবে। সেক্ষেত্রে বাকি দুই রাউন্ডে তিনি হার এড়ালেই যথেষ্ট হবে।

তাহসিন প্রথম রাউন্ড ওয়াকওভার পাওয়ায় তার দশম রাউন্ড পর্যন্ত অপেক্ষা করতে হবে নর্ম নিশ্চিত হওয়ার জন্য। এগারো রাউন্ডের খেলা হওয়ায় দশম রাউন্ডে শর্ত পূরণ না হলে এগারো রাউন্ডেও সুযোগ থাকবে তাহসিনের। তিনি প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের একমাত্র সন্তান।

তাহসিন দুই বছর আগে ঢাকায় অনুষ্ঠিত জোনাল দাবায় একটি আই নর্ম পেয়েছিলেন। মন্টেনিগ্রোতে আরেকটি নর্ম আসলে আন্তর্জাতিক মাস্টার হতে তার আরেকটি নর্ম লাগবে। তিন নর্ম পূরণের পাশাপাশি রেটিং ২৪০০ হলে আন্তর্জাতিক মাস্টারের স্বীকৃতি মিলে। দাবার সর্বোচ্চ খেতাব গ্র্যান্ডমাস্টারের পরের ধাপই আন্তর্জাতিক মাস্টার।

বিশ্ব জুনিয়র দাবায় খেলছেন বাংলাদেশের জাতীয় চ্যাম্পিয়ন মনন রেজা নীড়ও। ফিদে মাস্টার তাহসিন আন্তর্জাতিক মাস্টার নর্মের সম্ভাবনা উজ্জ্বল করলেও নীড় জিএম নর্ম পাওয়ার মতো খেলতে পারেননি। উল্টো কম রেটিংধারীদের বিপক্ষে পয়েন্ট হারানোয় রেটিং পয়েন্ট কমার সম্ভাবনাই বেশি। গতকাল সপ্তম রাউন্ডে ড্র করে নীড় সাত খেলায় সাড়ে তিন পয়েন্ট নিয়ে ৮৭ তম স্থানে। সমান খেলায় তাহসিন ৫ পয়েন্ট পেয়ে ১৩ তম স্থানে।