হেলমেট না পরাকে ঘিরে তুলকালামকান্ড,কক্সবাজার বিমান বাহিনীর নির্মাণাধীন ঘাঁটিতে হামলা, নিহত ১

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৪:৪৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
- / ৭৪ বার পড়া হয়েছে
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কক্সবাজার নির্মাণাধীন ঘাঁটিতে তুলকালামকান্ড ঘটে গেছে। বিমানবাহিনীর একটি তল্লাশিচৌকিতে হেলমেট পরাকে নিয়ে কর্তব্যরত ব্যক্তিদের কথা-কাটাকাটি হয়। যা কিনা শেষ পর্যন্ত বড় ধরনের সংঘর্ষে রুপ নেয়। এতে শাহাব কবির নাহিদ নামে ৩০ বছরের একজন তুরুণের মৃত্যু হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে সমিতিপাড়ার পার্শ্ববর্তী কুতুবদিয়া পাড়ার জাহেদ হোসেন নামের এক তরুণের সঙ্গে বিমানবাহিনীর একটি তল্লাশিচৌকিতে হেলমেট পরা নিয়ে কর্তব্যরত ব্যক্তিদের কথা-কাটাকাটির ঘটনা ঘটে। এরপর জাহেদের আত্মীয়স্বজন ঘটনাস্থলে পৌঁছে বিমানবাহিনীর নির্মাণাধীন ঘাঁটি ও সদস্যদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। থেমে থেমে আধা ঘণ্টা ধরে চলা ওই পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। তাতে গুলিবিদ্ধ হন শিহাব কবির নাহিদ। স্থানীয় লোকজন শিহাবকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।