ঢাকা ০৪:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সংস্কারের নামে রাষ্ট্র ভেঙ্গে ফেলার ষঢ়যন্ত্র হচ্ছে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:১৪:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৯১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংস্কারের নামে একটি গোষ্ঠী জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে যড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ও জাতীয় দলের সাবেক ফুবলার আমিনুল হক। তিনি বলেছেন, তারা ষড়যন্ত্র করে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে। মূল কাঠামো ঠিক না করে রাষ্ট্র ভেঙে ফেলার ষড়যন্ত্র হচ্ছে। জাতীয় নির্বাচনের মাধ্যমেই দেশের সামগ্রিক শৃঙ্খলা ফিরবে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বারিধারা জি ব্লক সাউথ পয়েন্ট স্কুল মাঠে ঢাকা মহানগর উত্তর ভাটারা থানা বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র মেরামতের ৩১ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, অন্তর্বর্তী সরকারে থাকা স্বৈরাচারের দোসররা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। যার কারণে জাতি কাঙিক্ষত ভোটাধিকার এখনো ফিরে পায়নি। দেশের সকল ক্ষমতার উৎস জনগণ। জনগণ এখন ভোটের মাধ্যমে তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চায়। জনগণের সরকারের মাধ্যমে এ দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে।

বিএনপির এই নেতা বলেন, স্বৈরাচারের দোসররা চাঁদাবাজি দখলদারি লুটতরাজ করে দোষ চাপাচ্ছে বিএনপির নামে। বিএনপি কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেবে না এবং দলে কোনো অনুপ্রবেশকারীরও ঠাঁই হবে না।

তিনি বলেন, স্বৈরাচারের দোসররা নানাভাবে এখন বিএনপি সাজার চেষ্টা করছে। বিশেষ করে প্রশাসনে বেশি হচ্ছে। এসব দোসরকে কখনোই বিএনপিতে রাখা যাবে না।

আমিনুল হক আরও বলেন, দোসরদের নির্মূল করা না গেলে বাংলাদেশের মানুষের ওপরে যড়যন্ত্র চলতেই থাকবে। তাই দোসরদের প্রতিরোধ করতে হবে। তাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সংস্কারের নামে রাষ্ট্র ভেঙ্গে ফেলার ষঢ়যন্ত্র হচ্ছে

আপডেট সময় : ১২:১৪:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

সংস্কারের নামে একটি গোষ্ঠী জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে যড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ও জাতীয় দলের সাবেক ফুবলার আমিনুল হক। তিনি বলেছেন, তারা ষড়যন্ত্র করে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে। মূল কাঠামো ঠিক না করে রাষ্ট্র ভেঙে ফেলার ষড়যন্ত্র হচ্ছে। জাতীয় নির্বাচনের মাধ্যমেই দেশের সামগ্রিক শৃঙ্খলা ফিরবে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বারিধারা জি ব্লক সাউথ পয়েন্ট স্কুল মাঠে ঢাকা মহানগর উত্তর ভাটারা থানা বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র মেরামতের ৩১ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, অন্তর্বর্তী সরকারে থাকা স্বৈরাচারের দোসররা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। যার কারণে জাতি কাঙিক্ষত ভোটাধিকার এখনো ফিরে পায়নি। দেশের সকল ক্ষমতার উৎস জনগণ। জনগণ এখন ভোটের মাধ্যমে তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চায়। জনগণের সরকারের মাধ্যমে এ দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে।

বিএনপির এই নেতা বলেন, স্বৈরাচারের দোসররা চাঁদাবাজি দখলদারি লুটতরাজ করে দোষ চাপাচ্ছে বিএনপির নামে। বিএনপি কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেবে না এবং দলে কোনো অনুপ্রবেশকারীরও ঠাঁই হবে না।

তিনি বলেন, স্বৈরাচারের দোসররা নানাভাবে এখন বিএনপি সাজার চেষ্টা করছে। বিশেষ করে প্রশাসনে বেশি হচ্ছে। এসব দোসরকে কখনোই বিএনপিতে রাখা যাবে না।

আমিনুল হক আরও বলেন, দোসরদের নির্মূল করা না গেলে বাংলাদেশের মানুষের ওপরে যড়যন্ত্র চলতেই থাকবে। তাই দোসরদের প্রতিরোধ করতে হবে। তাদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে।