ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিজয় সেতুপতির অনন্য দৃষ্টান্ত

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৭৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পর্দায় কখনো ভিলেন কখনো বা নায়ক হয়ে আসেন দক্ষিণ ভারতের সুপারস্টার বিজয় সেতুপতি। বৈচিত্রময় এসব চরিত্রে কখনো তিনি বিষিয়ে তুলেন দর্শকের মন। কখনো আবার তার প্রেম কিংবা সুন্দর চরিত্র মুগ্ধতা ছড়ায়। তবে বাস্তব জীবনে তিনি দয়া ও উদারতার জন্য পরিচিত। প্রায়ই তাকে দেখা যায় মোটা অংকের দান-অনুদান করতে।

আবারও তিনি সেই দৃষ্টান্ত করলেন। ১.৩০ কোটি রুপি দান করেছেন দক্ষিণ ভারতের চলচ্চিত্র কর্মীদের সহায়তার জন্য।

ট্রেড বিশ্লেষক রমেশ বালা এক্সের এক পোস্টে জানিয়েছেন, অভিনেতা এই অর্থ দান করেছেন চলচ্চিত্র কর্মীদের জন্য একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স তৈরি করতে। ফিল্ম এমপ্লয়িজ ফেডারেশন অফ সাউথ ইন্ডিয়ার সদস্যদের জন্য এটি নির্মিত হবে।

বিশ্লেষকদের মতে, এই ভবনটি ‘বিজয় সেতুপতি টাওয়ারস’ নামে পরিচিত হবে। টাইমস নাউ নিউজ অনুসারে, ফিল্ম এমপ্লয়িজ ফেডারেশন অফ সাউথ ইন্ডিয়ার অধীনে ২৫,০০০ সদস্য রয়েছে। তারা ২৩টি ইউনিয়নের অংশ এবং টেলিভিশন ও চলচ্চিত্র শিল্পে কাজ করেন

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের পুত্র তামিল অভিনেতা এবং তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্টালিন ফিল্ম এমপ্লয়িজ ফেডারেশন অফ সাউথ ইন্ডিয়াসহ বিভিন্ন সংগঠনের অফিস ও সদস্যদের জন্য বাড়ি নির্মাণ করতে জমি লিজ নিচ্ছেন। এসব সংগঠনের মধ্যে রয়েছে তামিলনাড়ু ছোট পর্দার শিল্পী সংঘ, দক্ষিণ ভারতীয় শিল্পী সংঘ এবং তামিল ফিল্ম প্রযোজক পরিষদ। তার মধ্যে ফিল্ম এমপ্লয়িজ ফেডারেশন অফ সাউথ ইন্ডিয়ার সদস্যদের জন্য ভবন নির্মাণে অনুদান নিয়ে এগিয়ে এসেছেন বিজয় সেতুপতি। তার এই উদ্যোগ প্রশংসায় ভাসছে।

প্রসঙ্গত, ২০২৪ সালটি বিজয় সেতুপতির জন্য ছিল গুরুত্বপূর্ণ একটি বছর। তার ৫০তম ছবি ‘মহারাজা’ বক্স অফিস ও ওটিটিতে ছক্কা হাঁকিয়েছে। বছরের শেষের দিকে তার আরেকটি ছবি ‘বিদুথলাই পার্ট ২’ মুক্তি পায়। সেটি বক্স অফিসে মাঝারি সফলতা পেলেও সমালোচকদের কাছ থেকে বেশ ইতিবাচক মন্তব্য পেয়েছে বিজয়ের অভিনয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিজয় সেতুপতির অনন্য দৃষ্টান্ত

আপডেট সময় : ০১:৩১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫

পর্দায় কখনো ভিলেন কখনো বা নায়ক হয়ে আসেন দক্ষিণ ভারতের সুপারস্টার বিজয় সেতুপতি। বৈচিত্রময় এসব চরিত্রে কখনো তিনি বিষিয়ে তুলেন দর্শকের মন। কখনো আবার তার প্রেম কিংবা সুন্দর চরিত্র মুগ্ধতা ছড়ায়। তবে বাস্তব জীবনে তিনি দয়া ও উদারতার জন্য পরিচিত। প্রায়ই তাকে দেখা যায় মোটা অংকের দান-অনুদান করতে।

আবারও তিনি সেই দৃষ্টান্ত করলেন। ১.৩০ কোটি রুপি দান করেছেন দক্ষিণ ভারতের চলচ্চিত্র কর্মীদের সহায়তার জন্য।

ট্রেড বিশ্লেষক রমেশ বালা এক্সের এক পোস্টে জানিয়েছেন, অভিনেতা এই অর্থ দান করেছেন চলচ্চিত্র কর্মীদের জন্য একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স তৈরি করতে। ফিল্ম এমপ্লয়িজ ফেডারেশন অফ সাউথ ইন্ডিয়ার সদস্যদের জন্য এটি নির্মিত হবে।

বিশ্লেষকদের মতে, এই ভবনটি ‘বিজয় সেতুপতি টাওয়ারস’ নামে পরিচিত হবে। টাইমস নাউ নিউজ অনুসারে, ফিল্ম এমপ্লয়িজ ফেডারেশন অফ সাউথ ইন্ডিয়ার অধীনে ২৫,০০০ সদস্য রয়েছে। তারা ২৩টি ইউনিয়নের অংশ এবং টেলিভিশন ও চলচ্চিত্র শিল্পে কাজ করেন

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের পুত্র তামিল অভিনেতা এবং তামিলনাড়ুর উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্টালিন ফিল্ম এমপ্লয়িজ ফেডারেশন অফ সাউথ ইন্ডিয়াসহ বিভিন্ন সংগঠনের অফিস ও সদস্যদের জন্য বাড়ি নির্মাণ করতে জমি লিজ নিচ্ছেন। এসব সংগঠনের মধ্যে রয়েছে তামিলনাড়ু ছোট পর্দার শিল্পী সংঘ, দক্ষিণ ভারতীয় শিল্পী সংঘ এবং তামিল ফিল্ম প্রযোজক পরিষদ। তার মধ্যে ফিল্ম এমপ্লয়িজ ফেডারেশন অফ সাউথ ইন্ডিয়ার সদস্যদের জন্য ভবন নির্মাণে অনুদান নিয়ে এগিয়ে এসেছেন বিজয় সেতুপতি। তার এই উদ্যোগ প্রশংসায় ভাসছে।

প্রসঙ্গত, ২০২৪ সালটি বিজয় সেতুপতির জন্য ছিল গুরুত্বপূর্ণ একটি বছর। তার ৫০তম ছবি ‘মহারাজা’ বক্স অফিস ও ওটিটিতে ছক্কা হাঁকিয়েছে। বছরের শেষের দিকে তার আরেকটি ছবি ‘বিদুথলাই পার্ট ২’ মুক্তি পায়। সেটি বক্স অফিসে মাঝারি সফলতা পেলেও সমালোচকদের কাছ থেকে বেশ ইতিবাচক মন্তব্য পেয়েছে বিজয়ের অভিনয়।