ম্যাটস শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানালো স্বাস্থ্য মন্ত্রণালয়

- আপডেট সময় : ০৭:১৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫
- / ৮৯ বার পড়া হয়েছে
গত কয়েকদিন ধরে মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং শিক্ষার্থীরো আন্দোলন করে আসছে। আজ দিনভর মিছিল,প্ল্যাকাডে বহন করে ম্যাটস শিক্ষার্থীরা শাহবাগে জড়ো হয়ে আন্দোলন করে। এতে যানবাহন চলাচলে চরম ভোগান্তি হয়। পরবর্তীতে পুলিশ তিনটার দিকে শক্তহাতে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয়। তবে স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে তাদের আশ্বস্থ্য করা হচ্ছে। শিক্ষার্থীদের ধৈয্য ধরার আহবান জানানো হয়েছে। পাশাপাশি পড়াশোনায় মনোনিবেশ করতে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
দেশের সার্বিক স্বাস্থ্যব্যবস্থা বিবেচনায় নিয়ে দাবির বিষয়ে একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর লক্ষ্যে আলাপ-আলোচনা চলমান। দেশের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা অব্যাহত রাখা, নাগরিকজীবন বিঘ্নহীন রাখা এবং অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনে সহায়তা করতে আন্দোলনরত শিক্ষার্থীদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়। সোমবার (১০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহদাত হোসেন এক বার্তায় এসব কথা জানান।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ভুত পরিস্থিতির সমাধানে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের প্রতিনিধিদের সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব এবং সংশ্লিষ্ট অধিদফতরের মহাপরিচালকদের মধ্যে মন্ত্রণালয়ের সভাকক্ষে রবিবার (৯ ফেব্রুয়ারি) এক সভা অনুষ্ঠিত হয়। উভয়পক্ষ সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের দাবি-দাওয়া নিয়ে আলোচনা শেষে কয়েকটি বিষয়ে একমত হন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যৌক্তিক এবং স্বল্পসময়ে বাস্তবায়নযোগ্য দাবিগুলো চিহ্নিত করে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদকে জানানো হয়।
দ্বিতীয় দাবি উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার পদটি দশম গ্রেডে উন্নীত করার বিষয়ে ঐক্য পরিষদকে জানানো হয়, ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিবেচনাধীন।