ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বায়ুদূষণে বিশ্বের মধ্যে ঢাকা তৃতীয়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৩৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৬৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তান, ভারত ও বাংলাদেশ এই তিনটি দেশ বায়ুদূষনে সবচে এগিয়ে। সারা বিশ্বের বায়ু  দুষণের তালিকায় এই তিনটি দেশ প্রথম সারির দিকে অবস্থান করছে।   বিশ্বের ১২৪টি নগরীর মধ্যে রাজধানী ঢাকা তৃতীয়।  আজ রোববার (৯ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুর দিনে ঢাকার বায়ু ‘খুব অস্বাস্থ্যকর’ বলে গণ্য হচ্ছে। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার এই তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, সকাল সাড়ে আটটার দিকে আইকিউ এয়ারের মানসূচকে ঢাকার গড় বায়ুর মান ২০১। বায়ুর এ মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।আজ বায়ুদূষণের শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। সেখানকার বায়ুর মানের স্কোর হচ্ছে ২১২। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকাগুলোর মধ্যে যেসব এলাকায় বায়ুর মান মারাত্মক দূষিত, সেগুলোর মধ্যে আছে সাভারের হেমায়েতপুর (৩১০), ঢাকার মার্কিন দূতাবাস (২৫৩) এবং তেজগাঁওয়ের শান্তা ফোরাম (২১১)।

অন্য বিভাগীয় শহরগুলোর মধ্যে বায়ুর মান চট্টগ্রামে ১০৪, রাজশাহীতে ১৬৭ ও খুলনায় ১৬১।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বায়ুদূষণে বিশ্বের মধ্যে ঢাকা তৃতীয়

আপডেট সময় : ১১:৩৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫

পাকিস্তান, ভারত ও বাংলাদেশ এই তিনটি দেশ বায়ুদূষনে সবচে এগিয়ে। সারা বিশ্বের বায়ু  দুষণের তালিকায় এই তিনটি দেশ প্রথম সারির দিকে অবস্থান করছে।   বিশ্বের ১২৪টি নগরীর মধ্যে রাজধানী ঢাকা তৃতীয়।  আজ রোববার (৯ ফেব্রুয়ারি) সপ্তাহের শুরুর দিনে ঢাকার বায়ু ‘খুব অস্বাস্থ্যকর’ বলে গণ্য হচ্ছে। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার এই তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানায়, সকাল সাড়ে আটটার দিকে আইকিউ এয়ারের মানসূচকে ঢাকার গড় বায়ুর মান ২০১। বায়ুর এ মানকে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।আজ বায়ুদূষণের শীর্ষে অবস্থান করছে পাকিস্তানের লাহোর। সেখানকার বায়ুর মানের স্কোর হচ্ছে ২১২। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী, রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকাগুলোর মধ্যে যেসব এলাকায় বায়ুর মান মারাত্মক দূষিত, সেগুলোর মধ্যে আছে সাভারের হেমায়েতপুর (৩১০), ঢাকার মার্কিন দূতাবাস (২৫৩) এবং তেজগাঁওয়ের শান্তা ফোরাম (২১১)।

অন্য বিভাগীয় শহরগুলোর মধ্যে বায়ুর মান চট্টগ্রামে ১০৪, রাজশাহীতে ১৬৭ ও খুলনায় ১৬১।