ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

পরিবেশ রক্ষায় মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ে চলছে তিনদিন ব্যাপী ইকো এন্ড এস্ট্রো কার্নিভাল

লুৎফুল আলম চৌধুরী
  • আপডেট সময় : ১১:৪১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / ১৩৫ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরিবেশকে বাঁচাতে হলে দরকার এক সাথে হাতে হাত মিলিয়ে কাজ করা। সবাইকে সচেতনতার মধ্য দিয়ে পরিবেশকে বাঁচাতে হবে।  প্রকৃতি ও পরিবেশ বাঁচলে মানুষও বাঁচবে। বুধবার মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে ইকো এন্ড স্পেস ক্লাব কতৃক আয়োজিত সুজুকি মোটরবাইকস উপস্থাপিত ন্যাশনাল ইকো এন্ড এস্ট্রো কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ সব কথা বলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু।

তিনি বলেন, মানুষের এই যে নানা ধরনের করমকান্ড, এই করমকান্ডের কারণে আমাদের এই পরিবেশ এবং প্রকৃতির উপরে অনেক চাপ পরেছে। এবং এই  যে চাপ, তা দিন দিন বারছে, কমছে না। এতে নানা ধরনের প্রানি হারিয়ে গেছে , গাছ হারিয়ে গেছে, জলাশয় হারিয়ে গেছে। এগুলো হারিয়ে গেলে আমাদের কি ক্ষতি হয় আমরা কিন্তু সেভাবে বুঝতে পারিনি। সেটা কিন্তু আমরা আজকে হাড়ে হাড়ে বুঝতে পারছি। এ নিয়ে যত বেশি আমি,আমরা সবাই মিলে আলোচনা করবো। তাহলে তা সবাই জানবে। এই জানানোর দায়িত্বটা যেমন বাসার অভিভাবকদের, তেমনি আমাদের  প্রাথমিক স্কুল থেকে শুরু করে ইউনির্ভাসিটি, সকল  শিক্ষা প্রতিষ্ঠানগুলোরও রয়েছে।  কিন্তু এ জিনিসটা জানাতে হবে এবং আলোচনা করতে হবে। সচেতনতার বিকল্প নেই এবং তার পাশাপাশি কিন্তু আইনের প্রয়োগও লাগবে।

তিনিআরও বলেন, আমরা বড়রা এবং ছোটোরা মিলে যখন এক হব, একসাথে হাতে হাত মিলাবো, তখনি কিন্তু আমরা,  একটা ভালো সমাধানের পথ খুঁজে বের করতে পাবো। আমরা যতি একসাথে হাতে হাত মিলিয়ে সামনে এগিয়ে যাই এবং বাংলাদেশের পরিবেশ ও প্রকৃতিকে ভালো রাখি, তাহলে সুন্দর একটি পৃথিবী গড়ে উঠবে। কারণ এটা শুধু ভালো রাখার জন্যই ভাল রাখা না। এই ভালো রাখার মধ্যে আমরা সকলেই কিন্তু ভালো থাকবো, ভবিষ্যত প্রজন্মও ভালো থাকবে, এই দেশটাও ভালো থাকবে।

কার্নিভালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ছোটো ছোটো ছেলেরা যে এই ইকো এন্ড স্পেস ক্লাব করছে, তারা সতঃস্ফর্তভাবে এধরনের একটি ফেস্টিভাল আয়োজন করেছে। তারা আমাদের এই পৃথিবীকে বাসযোগ্য করে রাখার জন্য, পরবর্তী প্রজন্মের জন্য একটি বাসযজোগ্য পৃথিবী গড়ার যুদ্ধ শুরু করেছে, যা তাদের কাজযোগ্য।

অনুষ্ঠনে কবি নজরুল ইন্সটিউটের সাবেক পরিচালক ইকরাম আহমেদ বলেন,  পরিবেশের প্রতিকুলতায় েভোগছে সারা পৃথিবী। সামনে হয়ত আরো আরো খারাপ দিন আসছে। সেখানে তোমরা  এখন থেকেই কাজ করছো, যা খুব ভাল একটা দিক। এখানে এসে দেখলাম তোমরা মহাকাশ নিয়ে কাজ করছো, যেখানে আমাদের জন্য গবেষনাগারের বা ভবিষ্যতে অনেক কিছু সম্ভাবনার দ্বার এদিকে খুলে দিয়ে যাবে।

উল্লেখ্য মতিঝিল ইকো এন্ড স্পেস ক্লাব কতৃক আয়োজিত এই কার্নিভাল আগামীকাল শনিবার পর্যন্ত চলবে। গত দু’দিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সহাস্রাধিক শিক্ষার্থী এই কার্নিভালে অংশ নিয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পরিবেশ রক্ষায় মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ে চলছে তিনদিন ব্যাপী ইকো এন্ড এস্ট্রো কার্নিভাল

আপডেট সময় : ১১:৪১:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫

পরিবেশকে বাঁচাতে হলে দরকার এক সাথে হাতে হাত মিলিয়ে কাজ করা। সবাইকে সচেতনতার মধ্য দিয়ে পরিবেশকে বাঁচাতে হবে।  প্রকৃতি ও পরিবেশ বাঁচলে মানুষও বাঁচবে। বুধবার মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে ইকো এন্ড স্পেস ক্লাব কতৃক আয়োজিত সুজুকি মোটরবাইকস উপস্থাপিত ন্যাশনাল ইকো এন্ড এস্ট্রো কার্নিভালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ সব কথা বলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের পরিচালক ও বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু।

তিনি বলেন, মানুষের এই যে নানা ধরনের করমকান্ড, এই করমকান্ডের কারণে আমাদের এই পরিবেশ এবং প্রকৃতির উপরে অনেক চাপ পরেছে। এবং এই  যে চাপ, তা দিন দিন বারছে, কমছে না। এতে নানা ধরনের প্রানি হারিয়ে গেছে , গাছ হারিয়ে গেছে, জলাশয় হারিয়ে গেছে। এগুলো হারিয়ে গেলে আমাদের কি ক্ষতি হয় আমরা কিন্তু সেভাবে বুঝতে পারিনি। সেটা কিন্তু আমরা আজকে হাড়ে হাড়ে বুঝতে পারছি। এ নিয়ে যত বেশি আমি,আমরা সবাই মিলে আলোচনা করবো। তাহলে তা সবাই জানবে। এই জানানোর দায়িত্বটা যেমন বাসার অভিভাবকদের, তেমনি আমাদের  প্রাথমিক স্কুল থেকে শুরু করে ইউনির্ভাসিটি, সকল  শিক্ষা প্রতিষ্ঠানগুলোরও রয়েছে।  কিন্তু এ জিনিসটা জানাতে হবে এবং আলোচনা করতে হবে। সচেতনতার বিকল্প নেই এবং তার পাশাপাশি কিন্তু আইনের প্রয়োগও লাগবে।

তিনিআরও বলেন, আমরা বড়রা এবং ছোটোরা মিলে যখন এক হব, একসাথে হাতে হাত মিলাবো, তখনি কিন্তু আমরা,  একটা ভালো সমাধানের পথ খুঁজে বের করতে পাবো। আমরা যতি একসাথে হাতে হাত মিলিয়ে সামনে এগিয়ে যাই এবং বাংলাদেশের পরিবেশ ও প্রকৃতিকে ভালো রাখি, তাহলে সুন্দর একটি পৃথিবী গড়ে উঠবে। কারণ এটা শুধু ভালো রাখার জন্যই ভাল রাখা না। এই ভালো রাখার মধ্যে আমরা সকলেই কিন্তু ভালো থাকবো, ভবিষ্যত প্রজন্মও ভালো থাকবে, এই দেশটাও ভালো থাকবে।

কার্নিভালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ছোটো ছোটো ছেলেরা যে এই ইকো এন্ড স্পেস ক্লাব করছে, তারা সতঃস্ফর্তভাবে এধরনের একটি ফেস্টিভাল আয়োজন করেছে। তারা আমাদের এই পৃথিবীকে বাসযোগ্য করে রাখার জন্য, পরবর্তী প্রজন্মের জন্য একটি বাসযজোগ্য পৃথিবী গড়ার যুদ্ধ শুরু করেছে, যা তাদের কাজযোগ্য।

অনুষ্ঠনে কবি নজরুল ইন্সটিউটের সাবেক পরিচালক ইকরাম আহমেদ বলেন,  পরিবেশের প্রতিকুলতায় েভোগছে সারা পৃথিবী। সামনে হয়ত আরো আরো খারাপ দিন আসছে। সেখানে তোমরা  এখন থেকেই কাজ করছো, যা খুব ভাল একটা দিক। এখানে এসে দেখলাম তোমরা মহাকাশ নিয়ে কাজ করছো, যেখানে আমাদের জন্য গবেষনাগারের বা ভবিষ্যতে অনেক কিছু সম্ভাবনার দ্বার এদিকে খুলে দিয়ে যাবে।

উল্লেখ্য মতিঝিল ইকো এন্ড স্পেস ক্লাব কতৃক আয়োজিত এই কার্নিভাল আগামীকাল শনিবার পর্যন্ত চলবে। গত দু’দিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় সহাস্রাধিক শিক্ষার্থী এই কার্নিভালে অংশ নিয়েছে।