ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মার্সেলো

- আপডেট সময় : ০৯:৩৬:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৪০ বার পড়া হয়েছে
ফুটবলকে শেষ বিদায় বলে দিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলার ও রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার মার্সেলো। যদিও এখনো আরো কয়েকটি বছর খেলে যেতে পারতেন। কিন্তু ৩৬ বছর বয়স্ক মাসর্সেলো বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে ঘোষনা দিয়েছেন নিজের অবসরের কথা।
ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় মার্সেলো বলেন, “একজন খেলোয়াড় হিসেবে আমার পথচলা এখানেই শেষ, তবে ফুটবলকে দেওয়ার মতো এখনো অনেক কিছু বাকি আছে। সব কিছুর জন্য ধন্যবাদ।”
মাস তিনেক আগে কোচের সঙ্গে বিতণ্ডায় জড়ানোয় মার্সেলোর সঙ্গে চুক্তি বাতিল করে ব্রাজিলিয়ান সিরি আর ক্লাব ফ্লুমিনেন্স। এরপর থেকেই ক্লাবহীন ছিলেন তিনি। এই শীতকালীন ট্রান্সফার উইন্ডোতেও কোনো ক্লাব খুঁজে না পাওয়ায় ফুটবল ছেড়ে দেওয়ার সিদ্ধান্তই নেন তিনি।
২০০২ সালে ফ্লুমিনেন্সের বয়সভিত্তিক দল দিয়ে শুরু করা মার্সেলোর পেশাদার ফুটবলে অভিষেক ২০০৫ সালে। এরপর ২০০৭ সালে যোগ দেন রিয়াল মাদ্রিদে। যেখানে ১৫ বছরে মার্সেলো জিতেছেন ২৫টি ট্রফি। যার মধ্যে রয়েছে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ, ছয়টি লা লিগা, দুটি কোপা দেল রে, পাঁচটি স্প্যানিশ সুপার কাপ, চারটি ক্লাব বিশ্বকাপ এবং তিনটি ইউরোপীয় সুপার কাপ।
ব্রাজিল জাতীয় দলের হয়েও ৫৮টি ম্যাচ খেলেছেন মার্সেলো। ২০১৩ সালে কনফেডারেশনস কাপ জয়ের পাশাপাশি ২০১২ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে রৌপ্যপদক এবং ২০০৮ সালে ব্রোঞ্জ পদক অর্জন করেন এই ডিফেন্ডার।