এর আগে রাজধানীর ধানমন্ডি থেকে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। রাত ৮টার দিকে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে শাওনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিবি থেকে দেওয়া বার্তায় জানানো হয়েছে , শাওনকে ডিবির প্রধান কার্যালয়ে নেওয়া হয়েছে রাত আটটা বিশ মিনিটে।
তাকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হবে কিনা? এমন প্রশ্নে ডিবিপ্রধান বলেন, আমরা এখন তাকে জিজ্ঞাসাবাদ করবো। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা হয়। এরই ধারাবাহিকতায় আজ বিকেলে জামালপুরে তার গ্রামের বাড়িতে আগুন দেয় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এর মধ্যেই তাকে গ্রেপ্তারের খবর এলো।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শাওন তার ফেসবুক পেজ থেকে বিভিন্ন সময় রাষ্ট্রীয় ষড়যন্ত্র করার জন্য পোস্ট দিয়ে থাকেন বলে অভিযোগ রয়েছে। এদিকে শাওনকে আওয়ামী লীগে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়।
তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রে যুক্ত করার জন্য এমন দায়িত্ব দেওয়া হয়েছে বলে নেটিজেনদের ধারণা। সম্প্রতি এ অভিনেত্রী জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে ফেসবুকে ‘সময়রেখা’ নামে এক অ্যালবামে উস্কানিমূলক বিভিন্ন পোস্ট দিয়েছেন। এরপর সেগুলো থেকে অনেক পোস্ট ডিলিট করেছেন।
এক পোস্টে শাওন উল্লেখ করেছেন, ‘বাচ্চারা এত্ত ভয় পেয়েছে?’ এ পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরে তা ডিলিট করে দেন। এদিকে অমর একুশে বইমেলা নিয়েও বিতর্কিত পোস্ট করেছেন।
আওয়ামী লীগপন্থি এ অভিনেত্রী দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ময়মনসিংহ বিভাগ থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তার মা, তহুরা আলী আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনে ১৯৯৬-২০০১ এবং ২০০৯-২০২৪ মেয়াদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন।