ঢাকা ০৩:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

এক ঝলকেই পাক-ভারত ম্যাচের সব টিকেট বিক্রি শেষ

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৫৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৮১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আর কিছুদিন পরেই মাঠে গড়াচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। বৈশ্বিক এই টুর্নামেন্টে একই গ্রুপে পড়েছে পাকিস্তান ও ভারত। অর্থাৎ এর ফলে উপমহাদেশের এই দুটি দেশের ক্রিকেট দল পরস্পরের বিপক্ষে লড়াই করার সুযোগ পাচ্ছে। ক্রিকেটে পাক-ভারত ম্যাচ মাানেই ভিন্ন এক উত্তেজনা থাকা চাই। মাঠে দর্শক উপস্থিতির কমতি থাকছে না। কানায় কানায় দর্শক পূর্ণ থাকে গ্যালারি। ক্রিকেট ইতিহাসের শুরু থেকেই এই দুটি দেশের লড়াই দর্শকদের কাছে নিয়ে আসে ‍অন্য রকম এক আমেজ। এবারও তার ব্যতিক্রম ঘেটেনি। আগামী ১৯ ফেব্রুয়ারী  থেকে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। আর সেখানে পাক-ভ‍ারত ম্যাচে সব কয়টি টিকিট বিক্রিেএক ঝলকেই শেষ হয়ে যায়।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৩ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এই স্টেডিয়ামে ধারণ ক্ষমতা ২৫ হাজার। সংযুক্ত আরব আমিরাতে বাস করা বিপুল সংখ্যক প্রবাসীর তুলনায় যা কিছুই না। স্বাভাবিকভাবে টিকেট নিয়ে হিড়িক পড়বে, হলোও তাই।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারত-পাকিস্তানের ম্যাচের টিকিট বিক্রির জন্য ছাড়ার ১ ঘন্টার মধ্যেই সব বিক্রি হয়ে গেছে। গতকাল দুবাইর স্থানীয় সময় বিকেল ৪টায় অনলাইন ও সরাসরি বুথে বিক্রি শুরু হয়। পাঁচটার পর আর ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট পাওয়া যায়নি।

চাহিদার দ্বিতীয় স্থানে ছিলো বাংলাদেশ-ভারত ম্যাচ। এই ম্যাচের টিকিটও কয়েক ঘণ্টার মধ্যে ফুরিয়ে যায়। ভারতীয় সমর্থকদের প্রবল আগ্রহে ভারত–নিউজিল্যান্ড ম্যাচের টিকিটও নেই। ভারতীয় এক গণমাধ্যমে একজন সমর্থক বলেন, ‘লম্বা লাইন জেনেই এসেছিলাম, কিন্তু তাও আমার সাধ্যের ভেতরে থাকা টিকেট পাইনি। আমি যা পেয়েছি সেটা অনেক দামের, যা কেনা সম্ভব হয়নি।’

১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০ ফেব্রুয়ারি দুবাইতে লড়বে বাংলাদেশ-ভারত। ভারত-পাকিস্তানের মধ্যে টানপোড়েনের জেরে আয়োজক পাকিস্তান হলেও চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে হাইব্রিড মডেলে। ভারতের সব ম্যাচ হবে দুবাইতে। বাকি ম্যাচগুলো পাকিস্তানের তিন ভেন্যুতে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এক ঝলকেই পাক-ভারত ম্যাচের সব টিকেট বিক্রি শেষ

আপডেট সময় : ০৬:৫৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫

আর কিছুদিন পরেই মাঠে গড়াচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। বৈশ্বিক এই টুর্নামেন্টে একই গ্রুপে পড়েছে পাকিস্তান ও ভারত। অর্থাৎ এর ফলে উপমহাদেশের এই দুটি দেশের ক্রিকেট দল পরস্পরের বিপক্ষে লড়াই করার সুযোগ পাচ্ছে। ক্রিকেটে পাক-ভারত ম্যাচ মাানেই ভিন্ন এক উত্তেজনা থাকা চাই। মাঠে দর্শক উপস্থিতির কমতি থাকছে না। কানায় কানায় দর্শক পূর্ণ থাকে গ্যালারি। ক্রিকেট ইতিহাসের শুরু থেকেই এই দুটি দেশের লড়াই দর্শকদের কাছে নিয়ে আসে ‍অন্য রকম এক আমেজ। এবারও তার ব্যতিক্রম ঘেটেনি। আগামী ১৯ ফেব্রুয়ারী  থেকে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। আর সেখানে পাক-ভ‍ারত ম্যাচে সব কয়টি টিকিট বিক্রিেএক ঝলকেই শেষ হয়ে যায়।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৩ ফেব্রুয়ারি মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। এই স্টেডিয়ামে ধারণ ক্ষমতা ২৫ হাজার। সংযুক্ত আরব আমিরাতে বাস করা বিপুল সংখ্যক প্রবাসীর তুলনায় যা কিছুই না। স্বাভাবিকভাবে টিকেট নিয়ে হিড়িক পড়বে, হলোও তাই।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারত-পাকিস্তানের ম্যাচের টিকিট বিক্রির জন্য ছাড়ার ১ ঘন্টার মধ্যেই সব বিক্রি হয়ে গেছে। গতকাল দুবাইর স্থানীয় সময় বিকেল ৪টায় অনলাইন ও সরাসরি বুথে বিক্রি শুরু হয়। পাঁচটার পর আর ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট পাওয়া যায়নি।

চাহিদার দ্বিতীয় স্থানে ছিলো বাংলাদেশ-ভারত ম্যাচ। এই ম্যাচের টিকিটও কয়েক ঘণ্টার মধ্যে ফুরিয়ে যায়। ভারতীয় সমর্থকদের প্রবল আগ্রহে ভারত–নিউজিল্যান্ড ম্যাচের টিকিটও নেই। ভারতীয় এক গণমাধ্যমে একজন সমর্থক বলেন, ‘লম্বা লাইন জেনেই এসেছিলাম, কিন্তু তাও আমার সাধ্যের ভেতরে থাকা টিকেট পাইনি। আমি যা পেয়েছি সেটা অনেক দামের, যা কেনা সম্ভব হয়নি।’

১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০ ফেব্রুয়ারি দুবাইতে লড়বে বাংলাদেশ-ভারত। ভারত-পাকিস্তানের মধ্যে টানপোড়েনের জেরে আয়োজক পাকিস্তান হলেও চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে হাইব্রিড মডেলে। ভারতের সব ম্যাচ হবে দুবাইতে। বাকি ম্যাচগুলো পাকিস্তানের তিন ভেন্যুতে।