ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

নিষিদ্ধ ছাত্রলীগ কোনো কর্মসূচি নিলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:২২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • / ৯৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী বলেছেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ যদি কোনো কর্মসূচির উদ্যোগ নেয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও তার ফেসবুক পোষ্টে একই ধরনের বক্তব্য রেখেছিলেন। 

আজ শুক্রবার অমর একুশে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘এখন মিডিয়ার যুগ। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রোগ্রাম আসছে। প্রোগ্রাম, ভিডিওবার্তা যে কেউ দিতে পারে। সেগুলো আমরা প্রতিদিনই মোকাবিলা করে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা ইতোমধ্যে গ্রেপ্তার করেছি। তারা কারাগারে বন্দি আছেন। তারা যদি কোনো কর্মসূচির উদ্যোগ নেয়, অবশ্যই আমরা ব্যবস্থা নেব। তবে আপাত দৃষ্টিতে আমি কোনো আশঙ্কা দেখি না।’ সম্প্রতি আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ফেব্রুয়ারি মাসজুড়ে হরতালসহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিষিদ্ধ ছাত্রলীগ কোনো কর্মসূচি নিলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

আপডেট সময় : ০৫:২২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী বলেছেন, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ যদি কোনো কর্মসূচির উদ্যোগ নেয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও তার ফেসবুক পোষ্টে একই ধরনের বক্তব্য রেখেছিলেন। 

আজ শুক্রবার অমর একুশে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ‘এখন মিডিয়ার যুগ। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রোগ্রাম আসছে। প্রোগ্রাম, ভিডিওবার্তা যে কেউ দিতে পারে। সেগুলো আমরা প্রতিদিনই মোকাবিলা করে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা ইতোমধ্যে গ্রেপ্তার করেছি। তারা কারাগারে বন্দি আছেন। তারা যদি কোনো কর্মসূচির উদ্যোগ নেয়, অবশ্যই আমরা ব্যবস্থা নেব। তবে আপাত দৃষ্টিতে আমি কোনো আশঙ্কা দেখি না।’ সম্প্রতি আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ফেব্রুয়ারি মাসজুড়ে হরতালসহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে।