তুরাগের তীরে বিশ্ব ইজতেমা শুরু

- আপডেট সময় : ০৫:৫১:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
- / ১২৪ বার পড়া হয়েছে
গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আম বয়ানে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে। আশি-নব্বইয়ের দশকেও এমন কি গত এক যুগ আগেও একটি পর্বেই সমাপ্ত হতো বিশ্ব ইজতেমা। দেশ-বিদেশের মুসল্লিরা জড়ো হয়ে আল্লাহ’র বন্দেগীতে মশগুল থাকেন। বিশ্বের বিখ্যাত ওলামায়ে মাশায়েখরা মুসল্লিমদের উদ্দেশ্যে বয়ান করেন। সেখানে সাধারণ মানুষ মুসলিম হওয়ার ফজিলত সম্পর্কে জানতে পারেন। ইহকাল ও পরকাল সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করেন।
কিন্তু গত কয়েকটি বছর ধরে মহান এই তাবলিগি জামায়েতকে বিতর্কীত করে তোলে একটি গোষ্ঠিী। ইসলামের দ্বিতীয় এই বৃহত্তম জামায়েততবু থেমে থাকেনি। প্রতিবছরের ন্যায় এবারেও টঙ্গীতে শুরু হয়েছে বিশ্ব এজতেমা। তবে দুটি পর্বে অনুষ্ঠিত হবে এই জামায়েত। প্রথম পর্বে মাওলানা যোবায়ের এবং দ্বিতীয় পর্বে মাওলানা স্বাদের অনুসারিরা পালন করবে।
আজ তাবলীগ জামাত বাংলাদেশের শুরারি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, ‘ভারত থেকে আসা মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মাধ্যমে এবারের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।’