ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রাজশাহীর খেলোয়াড়দের ফের পারিশ্রমিক বিতর্ক,লজ্জায় বিপিএল

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:০২:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫
  • / ১১৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিপিএলে আবারও খেলোয়াড়দের পারিশ্রমিক বিতর্ক দেখা দিয়েছে। দুরন্ত রাজশাহীর ক্রিকেটাররা এবার বকেয়া পাওনার দাবিতে টিম হোটেল ছাড়েনি। দলের পক্ষ থেকে টিম হোটেল ছাড়ার অনুরোধ করা হলেও তারা তা রাখেনি। এবারের বিপিএলে দূরন্ত রাজশাহী একের এক পারিশ্রমিক বিতর্ক  সৃষ্টি করেই চলেছে। যে কারণে এই দলের ভিনদেশী ক্রিকেটাররা মাঠেই না নেমে চলে যান। এতে লজ্জায় পড়েছে আয়োজক বিপিএল। নতুন করে কালিমা মেখে দিয়েছে বিপিএলের সৌন্দর্য্যে।

হোটেল ছাড়ার অনুরোধ জানিয়ে যদিও পরের ম্যাচের আগে পারিশ্রমিক দেয়ার নতুন প্রতিশ্রুতি দিয়েছিলো দলটির মালিক পক্ষ। টিম ম্যানেজার মেহরাব হোসেন অপির দাবি, রাজশাহীর কারণে বিপিএলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়নি। নিজে এখনও পারিশ্রমিক না পেলেও চিন্তিত না ম্যানেজার।

দুর্বার রাজশাহী বিতর্কের নতুন এপিসোড। ঢাকায় বাসা আছে এমন ক্রিকেটারদের বুধবার (২৯ জানুয়ারি) সকালে হোটেল ছাড়তে বলেন টিম ম্যানেজার। যে বার্তা ফাঁস হয়ে যায় খুব দ্রুত।

তবে হোটেল ছাড়তে রাজী হননি ক্রিকেটাররা। তখন বিতর্ক সামাল দিতে রাজশাহীর মিডিয়া গ্রুপে বিবৃতি। বলা হয়, ক্রিকেটাররাই নাকি তিনদিনের ছুটির অনুরোধ করেছেন। তাহলে কেন ক্রিকেটাররা হোটেল ছাড়লেন না?

দুর্বার রাজশাহীর ম্যানেজার মেহরাব হোসেন অপি বলেন, খেলোয়াড়দের মধ্যে জিসান আলম আছেন, এনামুল বিজয় আছেন যারা বাসায় থাকবেন বলে আমাকে জানিয়েছেন। তারা বাসায় গিয়েছেনও। হোটেল ছাড়েনি কিন্তু তারা বাসায় গিয়েছে।  হোটেলকাণ্ডের চেয়েও বড় পারিশ্রমিক। এবার নতুন প্রতিশ্রুতি নিয়ে হাজির ফ্র্যাঞ্চাইজিটি। প্লে অফ নিশ্চিত না হলেও পরের ম্যাচের ডেটলাইন দিলেন ম্যানেজার।

দুর্বার রাজশাহীর ম্যানেজার মেহরাব হোসেন অপি বলেন, খেলোয়াড়রা সবাই আশ্বস্ত হয়েছেন। ম্যাচের আগের দিনই একটা পেমেন্ট তিনি করবেন। এতকিছুর পরও রাজশাহী ও মালিকের পক্ষে একের পর এক সাফাই গাইলেন ম্যানেজার মেহরাব হোসেন অপি।

 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজশাহীর খেলোয়াড়দের ফের পারিশ্রমিক বিতর্ক,লজ্জায় বিপিএল

আপডেট সময় : ০৯:০২:২০ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

বিপিএলে আবারও খেলোয়াড়দের পারিশ্রমিক বিতর্ক দেখা দিয়েছে। দুরন্ত রাজশাহীর ক্রিকেটাররা এবার বকেয়া পাওনার দাবিতে টিম হোটেল ছাড়েনি। দলের পক্ষ থেকে টিম হোটেল ছাড়ার অনুরোধ করা হলেও তারা তা রাখেনি। এবারের বিপিএলে দূরন্ত রাজশাহী একের এক পারিশ্রমিক বিতর্ক  সৃষ্টি করেই চলেছে। যে কারণে এই দলের ভিনদেশী ক্রিকেটাররা মাঠেই না নেমে চলে যান। এতে লজ্জায় পড়েছে আয়োজক বিপিএল। নতুন করে কালিমা মেখে দিয়েছে বিপিএলের সৌন্দর্য্যে।

হোটেল ছাড়ার অনুরোধ জানিয়ে যদিও পরের ম্যাচের আগে পারিশ্রমিক দেয়ার নতুন প্রতিশ্রুতি দিয়েছিলো দলটির মালিক পক্ষ। টিম ম্যানেজার মেহরাব হোসেন অপির দাবি, রাজশাহীর কারণে বিপিএলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়নি। নিজে এখনও পারিশ্রমিক না পেলেও চিন্তিত না ম্যানেজার।

দুর্বার রাজশাহী বিতর্কের নতুন এপিসোড। ঢাকায় বাসা আছে এমন ক্রিকেটারদের বুধবার (২৯ জানুয়ারি) সকালে হোটেল ছাড়তে বলেন টিম ম্যানেজার। যে বার্তা ফাঁস হয়ে যায় খুব দ্রুত।

তবে হোটেল ছাড়তে রাজী হননি ক্রিকেটাররা। তখন বিতর্ক সামাল দিতে রাজশাহীর মিডিয়া গ্রুপে বিবৃতি। বলা হয়, ক্রিকেটাররাই নাকি তিনদিনের ছুটির অনুরোধ করেছেন। তাহলে কেন ক্রিকেটাররা হোটেল ছাড়লেন না?

দুর্বার রাজশাহীর ম্যানেজার মেহরাব হোসেন অপি বলেন, খেলোয়াড়দের মধ্যে জিসান আলম আছেন, এনামুল বিজয় আছেন যারা বাসায় থাকবেন বলে আমাকে জানিয়েছেন। তারা বাসায় গিয়েছেনও। হোটেল ছাড়েনি কিন্তু তারা বাসায় গিয়েছে।  হোটেলকাণ্ডের চেয়েও বড় পারিশ্রমিক। এবার নতুন প্রতিশ্রুতি নিয়ে হাজির ফ্র্যাঞ্চাইজিটি। প্লে অফ নিশ্চিত না হলেও পরের ম্যাচের ডেটলাইন দিলেন ম্যানেজার।

দুর্বার রাজশাহীর ম্যানেজার মেহরাব হোসেন অপি বলেন, খেলোয়াড়রা সবাই আশ্বস্ত হয়েছেন। ম্যাচের আগের দিনই একটা পেমেন্ট তিনি করবেন। এতকিছুর পরও রাজশাহী ও মালিকের পক্ষে একের পর এক সাফাই গাইলেন ম্যানেজার মেহরাব হোসেন অপি।