ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

লস অ্যাঞ্জেলেসে ফের আগুন, সরিয়ে নেওয়া হয় ৩১ হাজার বাসিন্দা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১২:২৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • / ১৪৭ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন করে আবারো দাবানল ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। আজ বৃহস্পতিবার সিবিএস নিউজ এই তথ্য জানিয়েছে।

ইতোমধ্যে ৯ হাজার ৪০০ একরেরও বেশি ভূমি গ্রাস করেছে আগুনের লেলিহান শিখা।

জোরালো বাতাস ও শুষ্ক ঝোপঝাড়ের কারণে খুবই দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে দাবানল। সেখান থেকে ৩১ হাজারেরও বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

বুধবার স্থানীয় সময় সকাল পৌনে ১১টায় লেক হিউজেস রোড থেকে শুরু হয় দাবানল। মাত্র এক ঘণ্টার মধ্যেই ৫০০ একর এলাকায় সেটি ছড়িয়ে পড়ে।

দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এর আগেও এই এলাকার দুটি বড় দাবানল তারা অনেকাংশে নিয়ন্ত্রণে আনতে পেরেছিলেন।

অল্প কয়েক ঘণ্টার মধ্যে বড় আকারে এই দাবানল ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, এর আগে লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া সবচেয়ে বিধ্বংসী দাবানল ‘ইটন ফায়ারের’ দুই তৃতীয়াংশ আকারে নতুন এই দাবানলটি ছড়িয়ে পড়েছে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির ক্যাসটেক লেক এলাকার বাসিন্দাদের সতর্ক করে কর্মকর্তারা বলেন, ‘তীব্র শুষ্ক ঝোড়ো বাতাসের কারণে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ব্যাপক অগ্নিঝুঁকি রয়েছে। এতে নাগরিকদের জন্য হুমকি তৈরি হয়েছে।’ কর্মকর্তারা বাসিন্দাদের নিরাপদ অবস্থানে সরে যাওয়ার পরামর্শ দেন।

এখন পর্যন্ত ৩১ হাজার মানুষকে বাধ্যতামূলকভাবে দাবানল এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আরও ২১ হাজারকে সতর্ক করে দেওয়া হয়েছে, তাদেরও নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া লাগতে পারে। গত নয় মাসে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কোনো উল্লেখযোগ্য বৃষ্টি হয়নি।

এতে পুরো অঞ্চলটিতে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। শনিবার থেকে সোমবারের মধ্যে বৃষ্টি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। যদি সেটা ঘটে, তাহলে দমকলকর্মীরা কিছুটা স্বস্তি পাবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

লস অ্যাঞ্জেলেসে ফের আগুন, সরিয়ে নেওয়া হয় ৩১ হাজার বাসিন্দা

আপডেট সময় : ১২:২৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

নতুন করে আবারো দাবানল ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। আজ বৃহস্পতিবার সিবিএস নিউজ এই তথ্য জানিয়েছে।

ইতোমধ্যে ৯ হাজার ৪০০ একরেরও বেশি ভূমি গ্রাস করেছে আগুনের লেলিহান শিখা।

জোরালো বাতাস ও শুষ্ক ঝোপঝাড়ের কারণে খুবই দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে দাবানল। সেখান থেকে ৩১ হাজারেরও বেশি বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

বুধবার স্থানীয় সময় সকাল পৌনে ১১টায় লেক হিউজেস রোড থেকে শুরু হয় দাবানল। মাত্র এক ঘণ্টার মধ্যেই ৫০০ একর এলাকায় সেটি ছড়িয়ে পড়ে।

দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এর আগেও এই এলাকার দুটি বড় দাবানল তারা অনেকাংশে নিয়ন্ত্রণে আনতে পেরেছিলেন।

অল্প কয়েক ঘণ্টার মধ্যে বড় আকারে এই দাবানল ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, এর আগে লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া সবচেয়ে বিধ্বংসী দাবানল ‘ইটন ফায়ারের’ দুই তৃতীয়াংশ আকারে নতুন এই দাবানলটি ছড়িয়ে পড়েছে।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির ক্যাসটেক লেক এলাকার বাসিন্দাদের সতর্ক করে কর্মকর্তারা বলেন, ‘তীব্র শুষ্ক ঝোড়ো বাতাসের কারণে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ব্যাপক অগ্নিঝুঁকি রয়েছে। এতে নাগরিকদের জন্য হুমকি তৈরি হয়েছে।’ কর্মকর্তারা বাসিন্দাদের নিরাপদ অবস্থানে সরে যাওয়ার পরামর্শ দেন।

এখন পর্যন্ত ৩১ হাজার মানুষকে বাধ্যতামূলকভাবে দাবানল এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। আরও ২১ হাজারকে সতর্ক করে দেওয়া হয়েছে, তাদেরও নিরাপদ আশ্রয়ে চলে যাওয়া লাগতে পারে। গত নয় মাসে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কোনো উল্লেখযোগ্য বৃষ্টি হয়নি।

এতে পুরো অঞ্চলটিতে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। শনিবার থেকে সোমবারের মধ্যে বৃষ্টি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। যদি সেটা ঘটে, তাহলে দমকলকর্মীরা কিছুটা স্বস্তি পাবেন।