তামিম ঝড়ে বরিশালের সহজ জয়

- আপডেট সময় : ০৫:৪৯:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
- / ১৫৫ বার পড়া হয়েছে
বরিশাল ফরচুনে উড়ে গেলো ঢাকা ক্যাপিটালস। ঘরের মাঠে তামিম নৈপুন্যই মূলত ২৪ বল হাতে রেখে বরিশালকে ৮ উইকেটের সহজ জয় ্সএনে দিতে সাহায্য করে । প্রথমে ব্যাট করতে নামা ঢাকাকে মাত্র ১৩৯ রানে বেধে ফেলার তামিমের নেতৃত্বাধীন বরিশাল সহজেই পৌছে যায় জয়ের বন্দরে। ঘরের মাঠে পৌছেই ঝলমলে ইনিংস খেলেন তামিম। দলের জয়ের পথে তার ব্যাটে এসেছিলো অপ্রতিরোধ্য ফিফটি। যা কিনা সাকিব আল হাসানের সর্বেোচ্চ ফিফটি গড়ার রেকর্ড টপকে যায় তামিম।
ম্যাচসেরার পুরস্কারটাও জিতেন তামিম। ৪৮ বলে খেলেন ৬১ রানের ইনিংস। তার ব্যাট থেকে আসে ছয়টি চার ও একটি ছক্কা। নাজমুল হোসেন শান্ত দ্রুত বিদায় নেওয়ার পর দ্বিতীয় উইকেটে ডাভিড মালানের সঙ্গে ৮০ বলে ১১৭ রান যোগ করেন তিনি। ইংলিশ ব্যাটার মালান অপরাজিত থাকেন ৪১ বলে তিনটি চার ও একটি ছক্কার সাহায্যে ৪৯ রানে। তামিমের সঙ্গে তার জুটি ভাঙে যখন, তখন জয়ের দ্বারপ্রান্তে বরিশাল। এরপর পাকিস্তানি জাহানদাদ খান দুটি ছক্কায় ৪ বলে অপরাজিত ১৩ রান করে দ্রুত খেলা শেষ করেন।
বরিশালের জার্সিতে সাকিব ২২ ইনিংসে করেছিলেন ছয় ফিফটি। তাকে টপকে যেতে তামিমের লেগেছে ৩০ ইনিংস। এবারের আসরে দ্বিতীয় হাফসেঞ্চুরির স্বাদ নিয়েছেন বাঁহাতি ওপেনার। শুধু তাই নয়, বরিশালের প্রথম ব্যাটার হিসেবে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তামিম। তিনি এই ম্যাচ খেলতে নামেন ৯৭৭ রান নিয়ে। এখন তার সংগ্রহ ৩৮.৪৪ গড় ও ১২৬.২৭ স্ট্রাইক রেটে ১০৩৮ রান।