গ্যাসের দাম বাড়াতে চায় পেট্রোবাংলা, উদ্বিগ্ন শিল্পোদ্যোক্তারা

- আপডেট সময় : ০৯:৩৬:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫
- / ১৪১ বার পড়া হয়েছে
৩০ টাকার গ্যাস ৭৫ টাকায় বিক্রি করতে চায় পেট্রোবাংলা। এ নিয়ে উদ্বিগ্ন শিল্পোদ্যোক্তারা। তাদের মতে, এই মুহুর্তে গ্যাসের দাম বাড়ালে গভীর সংকটের মুখোমুখি হবে শিল্প খাত। অন্তর্বর্তী সরকারকে এমন সিদ্ধান্ত থেকে দূরে থাকার পরামর্শ বিশেষজ্ঞদের।
দীর্ঘদিন ধরেই দেশের শিল্পায়ন ও উৎপাদনের ক্ষেত্রে অন্যতম বাধা গ্যাস সংকট। যে কারণে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধিও আসছে না ধারাবাহিকভাবে। অন্যদিকে সরবরাহ সংকটের মধ্যে চড়া দামে জ্বালানি কিনে বিপদ বেড়েছে উদ্যোক্তাদের। বহুমুখী চ্যালেঞ্জের এই সময়ে আবারও আলোচনায় শিল্পে গ্যাসের দাম আরেক দফা বাড়ানো।
সম্প্রতি এ বিষয়ে একটি প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা। যাতে বলা হয়, নতুন গ্যাস সংযোগ নিয়ে শিল্প চালু করতে হলে প্রতি ইউনিটের জন্য গুণতে হবে ৭৫ টাকা। যা বর্তমান দামের চেয়ে আড়াই গুণ বেশি। এছাড়া চালু সংযোগের ক্ষেত্রে অনুমোদিত সীমার অতিরিক্ত ব্যবহার করলেও দাম দিতে হবে নতুন প্রস্তাবনা অনুযায়ী। যার কোনো যৌক্তিকতা দেখছেন না শিল্প মালিকরা।
বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, লুটপাটের ফল সবসময় ব্যবসায়ীরা বহন করবে তা হতে পারে না। সেই জায়গাটা কীভাবে সমাধান করা হবে, সেটা সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে।
বর্তমানে ব্যবহৃত গ্যাসের ছয় ভাগের একভাগ যায় শিল্পখাতে। অন্যদিকে, সরবরাহের প্রায় ২৫ শতাংশই হয়ে পড়েছে আমদানিনির্ভর। বছরখানেক ধরেই যা কিনতে হচ্ছে প্রতি ইউনিট গড়ে ৭৫ টাকায়। মূলত, এই দামের পুরোটাই নতুন শিল্পের ওপর চাপাতে চায় পেট্রোবাংলা। বিশ্লেষকরা মনে করছেন, সংকটের এই সময়ে, এমন সিদ্ধান্তে প্রতিযোগিতা সক্ষমতা হারাবেন উদ্যোক্তারা।
বর্তমানে চাহিদার তুলনায় গ্যাস সরবরাহে ঘাটতি প্রায় ১৩০ কোটি ঘনফুট।