ঢাকা ০২:২৫ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সিলেটকে হ্যাটট্রিক হারের লজ্জা দিয়ে জিতল বরিশাল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:০০:০২ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫
  • / ১৫৬ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঘরের মাঠে আবারো হারলো সিলেট। ম্যাচে রংপুরের কাছে হারের পর নিজেদের মাঠে এবার হারলো ফরচুন বরিশালের কাছে। বিপিএলে সিলেটপর্বে বরিশাল তাদের টানা দ্বিতীয় জয় পেয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাত্র ১২৫ রানের ছোট লক্ষ্য তাড়ায় ৫৭ বল ও ৭ উইকেটে জিতেছে ফরচুন বরিশাল।

সিলেট স্ট্রাইকার্স প্রথমে ব্যাট করতে নেমে ধীরগতিতে রান সংগ্রহ করতে থাকে। ওপেনার রনি তালুকদার কাইল মায়ার্সের বলে দ্রুতই আউট হয়ে যান। এরপর রাহকিম কর্নওয়াল কিছুটা ঝড়ের আভাস দিলেও শাহিন আফ্রিদির বলে ১২ বল খেলে ১৮ রান করে বিদায় নেন। পরবর্তী সময়ে সিলেটের ব্যাটাররা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে এবং ১৮.২ ওভারে মাত্র ১২৫ রানে অলআউট হয়ে যায়।

বরিশালের পক্ষে রিশাদ হোসেন ও জাহাহদাদ খান ৩টি করে উইকেট নেন। ফাহিম আশরাফ ২টি এবং কাইল মায়ার্স ও শাহিন আফ্রিদি ১টি করে উইকেট নেন।

লক্ষ্য তাড়া করতে নেমে বরিশাল শুরুর ধাক্কা সামাল দেয়। রাকিম কর্নওয়ালের প্রথম বলেই তামিম ইকবাল রানের খাতা খোলার আগেই বিদায় নেন। পরের ওভারে নাজমুল হোসেন শান্তকে তুলে নেন তানজিম সাকিব। তবে তাওহীদ হৃদয় ও কাইল মায়ার্সের ১১৬ রানের দুর্দান্ত জুটিতে জয় পায় বরিশাল। হৃদয় ২৭ বলে ৪৮ রান করে আউট হলেও, মায়ার্স ৩১ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন। সিলেটের পক্ষে ২টি উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব।

এটি বরিশালের চার ম্যাচে তৃতীয় জয় এবং সিলেটের তিন ম্যাচের সবকটিতে পরাজয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেটকে হ্যাটট্রিক হারের লজ্জা দিয়ে জিতল বরিশাল

আপডেট সময় : ০২:০০:০২ পূর্বাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫

ঘরের মাঠে আবারো হারলো সিলেট। ম্যাচে রংপুরের কাছে হারের পর নিজেদের মাঠে এবার হারলো ফরচুন বরিশালের কাছে। বিপিএলে সিলেটপর্বে বরিশাল তাদের টানা দ্বিতীয় জয় পেয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাত্র ১২৫ রানের ছোট লক্ষ্য তাড়ায় ৫৭ বল ও ৭ উইকেটে জিতেছে ফরচুন বরিশাল।

সিলেট স্ট্রাইকার্স প্রথমে ব্যাট করতে নেমে ধীরগতিতে রান সংগ্রহ করতে থাকে। ওপেনার রনি তালুকদার কাইল মায়ার্সের বলে দ্রুতই আউট হয়ে যান। এরপর রাহকিম কর্নওয়াল কিছুটা ঝড়ের আভাস দিলেও শাহিন আফ্রিদির বলে ১২ বল খেলে ১৮ রান করে বিদায় নেন। পরবর্তী সময়ে সিলেটের ব্যাটাররা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে এবং ১৮.২ ওভারে মাত্র ১২৫ রানে অলআউট হয়ে যায়।

বরিশালের পক্ষে রিশাদ হোসেন ও জাহাহদাদ খান ৩টি করে উইকেট নেন। ফাহিম আশরাফ ২টি এবং কাইল মায়ার্স ও শাহিন আফ্রিদি ১টি করে উইকেট নেন।

লক্ষ্য তাড়া করতে নেমে বরিশাল শুরুর ধাক্কা সামাল দেয়। রাকিম কর্নওয়ালের প্রথম বলেই তামিম ইকবাল রানের খাতা খোলার আগেই বিদায় নেন। পরের ওভারে নাজমুল হোসেন শান্তকে তুলে নেন তানজিম সাকিব। তবে তাওহীদ হৃদয় ও কাইল মায়ার্সের ১১৬ রানের দুর্দান্ত জুটিতে জয় পায় বরিশাল। হৃদয় ২৭ বলে ৪৮ রান করে আউট হলেও, মায়ার্স ৩১ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন। সিলেটের পক্ষে ২টি উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব।

এটি বরিশালের চার ম্যাচে তৃতীয় জয় এবং সিলেটের তিন ম্যাচের সবকটিতে পরাজয়।