অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ এসআইদের সচিবালয়ের সামনে অবস্থান

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ১২:৩৩:২৮ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
- / ১৩৩ বার পড়া হয়েছে
অব্যাহতিপ্রাপ্ত শিক্ষানবিশ এসআইরা সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। তারা চাকরি পুনর্বহালের দাবি করছেন। পুলিশের ৪০তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ উপ-পরিদর্শকরা (এসআই) পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলাভঙ্গের দায়ে অব্যাহতিপ্রাপ্ত হন। আজ রোববার সকালে তারা এই অবস্থান কর্মসূচি শুরু করেন। এসময় সচিবালয়ের সামনে কমপক্ষে একশজনকে ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এসময় কেউ কেউ স্লোগান দিচ্ছিলেন, ‘লাল সবুজের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’।