ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

‘বিএনপি-জামায়াতের ঐক্যে ফাটল ধরলে ফ্যাসিবাদ মাথাছাড়া দেবে’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৪৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪
  • / ১৬৮ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার বলেছেন, ‘নতুন করে আমাদের মধ্যে কিছু বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝি সৃষ্টি করার জন্য সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে। বিশেষ করে বিএনপি, জামায়াত ও অন্যান্য দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তির ঐক্যের মধ্যে যদি সামান্যতম ফাটল ধরে, তাহলে পুনরায় ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে দাঁড়াবে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোস্তফা জামাল হায়দার বলেন, আমাদের মধ্যে যে ঐক্য রয়েছে, সে ঐক্যে ফাটল ধরানোর অপচেষ্টা কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না। জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান বলেন, ‘আজ ব্যাংক দখল, ঘাট, বাস টার্মিনাল দখল, এ সমস্ত অবান্তর বিষয়গুলো উত্থাপন করে আমরা ভুল করছি। এসব থেকে আমাদের বিরত থাকতে হবে।

মোস্তফা জামাল হায়দার আরও বলেন, বিগত জুলাই আগস্টের মহান সংগ্রাম আজও ফুরিয়ে যায়নি। স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসররা এখনো বিচরণ করছে এবং বিভিন্ন প্রকার চক্রান্ত ষড়যন্ত্র করছে। তাই আমি মনে করি, জুলাই আগস্টের চাইতেও জাতীয়তাবাদী, দেশপ্রেমিক ও গণতান্ত্রিক শক্তির ঐক্য এখন আরও বেশি প্রয়োজন। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল ইসলাম সম্মেলনে সভাপতিত্ব করছেন। পরিচালনা করছেন সংগঠনটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘বিএনপি-জামায়াতের ঐক্যে ফাটল ধরলে ফ্যাসিবাদ মাথাছাড়া দেবে’

আপডেট সময় : ০১:৪৬:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০২৪

জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার বলেছেন, ‘নতুন করে আমাদের মধ্যে কিছু বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝি সৃষ্টি করার জন্য সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে। বিশেষ করে বিএনপি, জামায়াত ও অন্যান্য দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তির ঐক্যের মধ্যে যদি সামান্যতম ফাটল ধরে, তাহলে পুনরায় ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে দাঁড়াবে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে আমন্ত্রিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোস্তফা জামাল হায়দার বলেন, আমাদের মধ্যে যে ঐক্য রয়েছে, সে ঐক্যে ফাটল ধরানোর অপচেষ্টা কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না। জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান বলেন, ‘আজ ব্যাংক দখল, ঘাট, বাস টার্মিনাল দখল, এ সমস্ত অবান্তর বিষয়গুলো উত্থাপন করে আমরা ভুল করছি। এসব থেকে আমাদের বিরত থাকতে হবে।

মোস্তফা জামাল হায়দার আরও বলেন, বিগত জুলাই আগস্টের মহান সংগ্রাম আজও ফুরিয়ে যায়নি। স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসররা এখনো বিচরণ করছে এবং বিভিন্ন প্রকার চক্রান্ত ষড়যন্ত্র করছে। তাই আমি মনে করি, জুলাই আগস্টের চাইতেও জাতীয়তাবাদী, দেশপ্রেমিক ও গণতান্ত্রিক শক্তির ঐক্য এখন আরও বেশি প্রয়োজন। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল ইসলাম সম্মেলনে সভাপতিত্ব করছেন। পরিচালনা করছেন সংগঠনটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।