ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শিক্ষার্থীদের দাবি যৌক্তিক হলে সরকার মেনে নেবে : শিক্ষা উপদেষ্টা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • / ২৪১ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবি সরকার মেনে নেবে। তবে কোনো অযৌক্তিক দাবি মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। আজ সোমবার একনেক সভা শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘আমি শিক্ষার্থী ও অন্যান্যদের তাদের ন্যায্য দাবিগুলো তুলে ধরার আহ্বান জানিয়েছি। ন্যায্য দাবি পূরণ করা হবে। রাস্তায় নামার প্রয়োজন হবে না।’

তিনি আরও বলেন, ‘যৌক্তিক দাবি নিয়ে যারা এসেছে, তাদের সমাধানের আশ্বাস দেওয়ায় অনেকে তাদের আন্দোলন প্রত্যাহার করেছে। ”যখন আমরা কোনো যুক্তিসঙ্গত দাবি পেয়েছি, আমরা যথাযথ সমাধানের জন্য কাজ করেছি,’ যোগ করেন তিনি।

ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘ঢাকায় এমন অনেক সংগঠন আছে যাদের প্রায়ই রাস্তাঘাটে দেখা যায় বা দাবি আদায় করতে রাস্তা অবরোধ করে। এই সমস্যাগুলো কীভাবে সমাধান হবে? আমি একা সমস্যার সমাধান করতে পারব না। দাবি যৌক্তিক না হলে কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না।’

‘যদি আন্দোলনের কারণে বিশৃঙ্খলা তৈরি হয়, জনসাধারণের কষ্ট হয়, যেমন রেললাইন অবরোধ বা যাত্রীদের ওপর হামলা, তাহলে জনসাধারণের অনুভূতি আন্দোলনকারীদের বিরুদ্ধেই যাবে,’ বলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শিক্ষার্থীদের দাবি যৌক্তিক হলে সরকার মেনে নেবে : শিক্ষা উপদেষ্টা

আপডেট সময় : ০৬:৫১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবি সরকার মেনে নেবে। তবে কোনো অযৌক্তিক দাবি মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। আজ সোমবার একনেক সভা শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘আমি শিক্ষার্থী ও অন্যান্যদের তাদের ন্যায্য দাবিগুলো তুলে ধরার আহ্বান জানিয়েছি। ন্যায্য দাবি পূরণ করা হবে। রাস্তায় নামার প্রয়োজন হবে না।’

তিনি আরও বলেন, ‘যৌক্তিক দাবি নিয়ে যারা এসেছে, তাদের সমাধানের আশ্বাস দেওয়ায় অনেকে তাদের আন্দোলন প্রত্যাহার করেছে। ”যখন আমরা কোনো যুক্তিসঙ্গত দাবি পেয়েছি, আমরা যথাযথ সমাধানের জন্য কাজ করেছি,’ যোগ করেন তিনি।

ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘ঢাকায় এমন অনেক সংগঠন আছে যাদের প্রায়ই রাস্তাঘাটে দেখা যায় বা দাবি আদায় করতে রাস্তা অবরোধ করে। এই সমস্যাগুলো কীভাবে সমাধান হবে? আমি একা সমস্যার সমাধান করতে পারব না। দাবি যৌক্তিক না হলে কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না।’

‘যদি আন্দোলনের কারণে বিশৃঙ্খলা তৈরি হয়, জনসাধারণের কষ্ট হয়, যেমন রেললাইন অবরোধ বা যাত্রীদের ওপর হামলা, তাহলে জনসাধারণের অনুভূতি আন্দোলনকারীদের বিরুদ্ধেই যাবে,’ বলেন তিনি।