ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

আইপিএল মঞ্চে মুস্তাফিজ ও সাকিব

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩৭:৪২ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • / ৩৫৯ বার পড়া হয়েছে
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‍আইপিএলে মুস্তাফিজ ও সাকিবদের নিলামে ডাক পড়বে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। যদিও এবারের আইপিএলে ৫৭৭ জন খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের ১২ জনের নাম রয়েছে। এদের মধ্যে ৮ জনের নামই ক্রমিক নম্বর ৪০০ এর পরে। তার আগেই ডাকাডাকি বন্ধ হয়ে যেতে পারে। ১৩২ জন যখন কেনা হয়ে যাবে অথবা ন্যূনতম চাহিদা পূরণের পর ফ্র্যাঞ্চাইজিগুলোর টাকা শেষ হয়ে যাবে। অর্থাৎ বাংলাদেশের সবার নাম যে ডাকা হবে, তার নিশ্চয়তা নেই। কারণ, এত দূর পর্যন্ত হাঁকডাকের আগেই দলগুলোর স্কোয়াড পূর্ণ অথবা টাকা শেষ হয়ে যেতে পারে।

ক্রিকেটের সবচেয়ে বড় ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসরের মেগা নিলাম বসেছে সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর জেদ্দায়। দুই দিনের এই নিলামে চলছে ক্রিকেটার বিকিকিনি। রোববার (২৪ নভেম্বর) নিলামে উঠেছিলেন মোট ৮৪ জন ক্রিকেটার। তার মধ্যে বিক্রি হলেন ৭২ জন। ২৪ জন বিদেশি ক্রিকেটার বিক্রি হলেন প্রথম দিন।
খেলোয়াড় দলে ভেড়াতে ফ্র্যাঞ্চাইজিগুলো মোট ব্যয় করেছে ৪৬৭ কোটি ৯৫ লাখ রুপি। দুবার ভেঙেছে আইপিএলের সবচেয়ে বেশি দামের রেকর্ড। চমক দেখিয়েছেন ভেঙ্কটেশ আইয়ার।

নিলামের প্রথমে মিচেল স্টার্কের রেকর্ড ভেঙে দেন শ্রেয়াস আইয়ার। আইপিএল ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটার ছিলেন স্টার্ক। গত আইপিএল নিলামে তার নিলামে দাম উঠেছিল ২৪ কোটি ৭৫ লাখ রুপি। তবে রোববার আইয়ারকে ২৬ কোটি ৭৫ লাখ রূপি রেকর্ড মূল্যে কিনেছে পাঞ্জাব।
আইয়ারের রেকর্ড খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। মিনিট বিশেক পর তার রেকর্ড ভেঙে আইপিএলে সবচেয়ে বেশি দামের খেলোয়াড় হয়ে যান ঋষভ পন্ত। রেকর্ড ২৭ কোটি রুপিতে তাকে দলে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।

আইপিএলের এবারের নিলামে বাংলাদেশের ক্রিকেটার ১২ জন। নিলামের প্রথম দিনে বাংলাদেশের কাউকে ডাকা হয়নি। নিয়ম অনুযায়ী, ত্বরিত বা দ্রুততর নিলামপ্রক্রিয়ায় আজ তাদের ডাকা হতে পারে। ক্রমিক নম্বর অনুসারে প্রথম ১১৭ জনের মধ্যে কাল ৮৪ জনকে নিলামে তোলা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সঞ্চালক মল্লিকা সাগর এক এক করে ডাকবেন পরের ৩৩ জনকে। এরপর তালিকার ১১৮ থেকে ৫৭৭ পর্যন্ত থাকা খেলোয়াড়দের ডাকার প্রক্রিয়া শুরু হবে। তবে এই ৪৪০ জনের সবাইকে না–ও ডাকা হতে পারে।

ক্রমিক নম্বর খেলোয়াড় ভিত্তিমূল্য (রুপি)
১৮১ মুস্তাফিজুর রহমান                                     ২ কোটি
১৮৭ রিশাদ হোসেন                                           ৭৫ লাখ
২৪৭ লিটন দাস                                                  ৭৫ লাখ
২৯৮ তাওহিদ হৃদয়                                           ৭৫ লাখ
৪০৯ তাসকিন আহমেদ                                       ১ কোটি
৪৩৯ সাকিব আল হাসান                                    ১ কোটি
৪৪০ মেহেদী হাসান মিরাজ                                 ১ কোটি
৪৪৪ শরীফুল ইসলাম                                          ৭৫ লাখ
৪৪৭ তানজিম হাসান                                          ৭৫ লাখ
৪৭৫ মেহেদী হাসান                                             ৭৫ লাখ
৪৮২ হাসান মাহমুদ                                            ৭৫ লাখ
৪৮৫ নাহিদ রানা                                               ৭৫ লাখ

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আইপিএল মঞ্চে মুস্তাফিজ ও সাকিব

আপডেট সময় : ০৭:৩৭:৪২ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

‍আইপিএলে মুস্তাফিজ ও সাকিবদের নিলামে ডাক পড়বে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। যদিও এবারের আইপিএলে ৫৭৭ জন খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের ১২ জনের নাম রয়েছে। এদের মধ্যে ৮ জনের নামই ক্রমিক নম্বর ৪০০ এর পরে। তার আগেই ডাকাডাকি বন্ধ হয়ে যেতে পারে। ১৩২ জন যখন কেনা হয়ে যাবে অথবা ন্যূনতম চাহিদা পূরণের পর ফ্র্যাঞ্চাইজিগুলোর টাকা শেষ হয়ে যাবে। অর্থাৎ বাংলাদেশের সবার নাম যে ডাকা হবে, তার নিশ্চয়তা নেই। কারণ, এত দূর পর্যন্ত হাঁকডাকের আগেই দলগুলোর স্কোয়াড পূর্ণ অথবা টাকা শেষ হয়ে যেতে পারে।

ক্রিকেটের সবচেয়ে বড় ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসরের মেগা নিলাম বসেছে সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর জেদ্দায়। দুই দিনের এই নিলামে চলছে ক্রিকেটার বিকিকিনি। রোববার (২৪ নভেম্বর) নিলামে উঠেছিলেন মোট ৮৪ জন ক্রিকেটার। তার মধ্যে বিক্রি হলেন ৭২ জন। ২৪ জন বিদেশি ক্রিকেটার বিক্রি হলেন প্রথম দিন।
খেলোয়াড় দলে ভেড়াতে ফ্র্যাঞ্চাইজিগুলো মোট ব্যয় করেছে ৪৬৭ কোটি ৯৫ লাখ রুপি। দুবার ভেঙেছে আইপিএলের সবচেয়ে বেশি দামের রেকর্ড। চমক দেখিয়েছেন ভেঙ্কটেশ আইয়ার।

নিলামের প্রথমে মিচেল স্টার্কের রেকর্ড ভেঙে দেন শ্রেয়াস আইয়ার। আইপিএল ইতিহাসে সবচেয়ে দামী ক্রিকেটার ছিলেন স্টার্ক। গত আইপিএল নিলামে তার নিলামে দাম উঠেছিল ২৪ কোটি ৭৫ লাখ রুপি। তবে রোববার আইয়ারকে ২৬ কোটি ৭৫ লাখ রূপি রেকর্ড মূল্যে কিনেছে পাঞ্জাব।
আইয়ারের রেকর্ড খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। মিনিট বিশেক পর তার রেকর্ড ভেঙে আইপিএলে সবচেয়ে বেশি দামের খেলোয়াড় হয়ে যান ঋষভ পন্ত। রেকর্ড ২৭ কোটি রুপিতে তাকে দলে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।

আইপিএলের এবারের নিলামে বাংলাদেশের ক্রিকেটার ১২ জন। নিলামের প্রথম দিনে বাংলাদেশের কাউকে ডাকা হয়নি। নিয়ম অনুযায়ী, ত্বরিত বা দ্রুততর নিলামপ্রক্রিয়ায় আজ তাদের ডাকা হতে পারে। ক্রমিক নম্বর অনুসারে প্রথম ১১৭ জনের মধ্যে কাল ৮৪ জনকে নিলামে তোলা হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) সঞ্চালক মল্লিকা সাগর এক এক করে ডাকবেন পরের ৩৩ জনকে। এরপর তালিকার ১১৮ থেকে ৫৭৭ পর্যন্ত থাকা খেলোয়াড়দের ডাকার প্রক্রিয়া শুরু হবে। তবে এই ৪৪০ জনের সবাইকে না–ও ডাকা হতে পারে।

ক্রমিক নম্বর খেলোয়াড় ভিত্তিমূল্য (রুপি)
১৮১ মুস্তাফিজুর রহমান                                     ২ কোটি
১৮৭ রিশাদ হোসেন                                           ৭৫ লাখ
২৪৭ লিটন দাস                                                  ৭৫ লাখ
২৯৮ তাওহিদ হৃদয়                                           ৭৫ লাখ
৪০৯ তাসকিন আহমেদ                                       ১ কোটি
৪৩৯ সাকিব আল হাসান                                    ১ কোটি
৪৪০ মেহেদী হাসান মিরাজ                                 ১ কোটি
৪৪৪ শরীফুল ইসলাম                                          ৭৫ লাখ
৪৪৭ তানজিম হাসান                                          ৭৫ লাখ
৪৭৫ মেহেদী হাসান                                             ৭৫ লাখ
৪৮২ হাসান মাহমুদ                                            ৭৫ লাখ
৪৮৫ নাহিদ রানা                                               ৭৫ লাখ